সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন তামিম

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:২১ পিএম | ০৫ এপ্রিল, ২০২৫

গত ২৪ মার্চ থেকে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সংবাদ তামিম ইকবাল। ফিরে এসেছেন মৃত্যুর দুয়ার থেকে। তামিম এখন অনেকটাই আশঙ্কামুক্ত। গত ২৮ মার্চ থেকেই অবস্থান করছেন বাসায়। তবে তাকে নিয়ে কোনো বাড়তি ঝুঁকি নিতে চায়না পরিবার। উন্নত চিকিৎসার জন্য আগামী সোমবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে গত ২৪ মার্চ হার্ট অ্যাটাক করেন তামিম। তখন তাকে নিয়ে যাওয়া হয় নিকটস্থ কেপিজি হাসপাতালে। সেখানে এনজিওগ্রাম করার পর তার হার্টে একটি ব্লক ধরা পড়লে বসানো হয় রিং।

এরপরের দিনই তামিমকে নিয়ে আসা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। সেখানে নিবিড় পর্যবেক্ষণের পর ২৮ মার্চ তাকে নিয়ে যাওয়া হয় বাসায়। তবে সার্বক্ষণিক চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে তামিমকে নিয়ে কোনো বাড়তি ঝুঁকি নিতে চায়না পরিবার।

হৃদযন্ত্রের বর্তমান অবস্থা ও শারীরিক অন্যান্য দিক আরও ভালোভাবে পর্যালোচনার জন্য এবার সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল। এরই মধ্যে ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত করা হয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। 

খেলার দুনিয়া | ফলো করুন :