ধোনির ধীরগতির ব্যাটিং, চেন্নাইয়ের টানা তিন হার
ব্যাট হাতে ক্রিজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ঘরের মাঠের দর্শকরা তাই আশায় বুক বেঁধে ছিল যে ধোনি তাদের উল্লাসে ভাসাবেন। তবে তাদের সে স্বপ্ন পূরণ হয়নি। যেখানে ব্যাট হাতে বিধ্বংসী হওয়া ছাড়া জয় অসম্ভব, সেখানে ধোনি খেলেছেন ২৬ বলে ৩০ রানের ইনিংস! আর তাতেই আসরের টানা তিন হার দেখলো চেন্নাই।
আজ শনিবার আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান করে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে থাকার পরেও ২০ ওভারে ১৫৮ রানের বেশি করতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। ফলে দিল্লির বিপক্ষে হারতে হয়েছে ২৫ রানে।
১৮৪ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে চেন্নাই। ৪১ রান তুলতেই হারায় তিন উইকেট। এরপর প্রতিরোধ গড়েন বিজয় শংকর। তবে সেটা করতে গিয়ে আবার গড়ে ফেলেছেন লজ্জার রেকর্ড। আইপিএলের এবারের আসরে সবচেয়ে ধীরগতির (৪৩ বল) অর্ধশতক করেছেন এই ব্যাটার। বিজয় অপরাজিত থাকেন ৬৯ রানে। ধনীর সঙ্গে ৮৪ রানের জুটি গড়লেও হার এড়াতে পারেনি চেন্নাই।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দিল্লি। তবে শুরুর বিপর্যয় সামাল দিয়েছেন লোকেশ রাহুল ও অভিষেক পোরেল। পোরেল ৩৩ ও রাহুল করেন ৭৭ রান। শেষে ক্রিস্টার স্টাবসের ১২ বলে ২৪ রানে ১৮৩ রান তোলে দিল্লি।
নিজেদের ঘরের মাঠ এম চিদাম্বারামে দিল্লির বিপক্ষে এটি চেন্নাইয়ের তৃতীয় হার। দ্বিতীয় হারের তারিখ দেখতে যেতে হবে ২০১০ সালে। এখন থেকে ঠিক ৫ হাজার ৪৬৮ দিন আগে। এবাবের আসরে জয় দিয়ে শুরু করলেও টানা তিন হারে টেবিলের আটে ঋতুরাজ গায়কোয়োডের দল।