মুম্বাইয়ের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত বুমরাহ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:১৪ এএম | ০৬ এপ্রিল, ২০২৫

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা তো বটেই তর্কসাপেক্ষে সবার সেরা যশপ্রীত বুমরাহ। তবে চোটের কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে ভারতীয় এই পেসার। কবে আবারও ক্রিকেটে ফিরবেন তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। তবে অবশেষে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন এই পেসার। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন বুমরাহ। যতটা গুরুতর ভাবা হয়েছিল তার থেকেও বেশি গুরুতর ছিল তার চোট। ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। যদিও তাকে ছাড়াই শিরোপা জিতেছে ভারত। শঙ্কা ছিল আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারবেন কিনা। তবে সে শঙ্কার কালো মেঘ উড়ে গেছে। আজ দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। 

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)জানিয়েছে, বুমরাহকে খেলার ছাড়পত্র দিয়েছেন বোর্ডের চিকিৎসকেরা। তার পিঠে আর কোনও সমস্যা নেই। স্বাভাবিক ভাবে বল করতে পারছেন। আজ দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও আগামীকাল সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি। 

এদিকে আইপিএলের এবারের আসরে ভালো শুরু পায়নি মুম্বাই। চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। পয়েন্ট টেবিলে মুম্বাইয়ের অবস্থান সাতে। বুমরাহ কি পারবেন মুম্বাইয়ের ভাগ্য ফেরাতে নাকি গত আসরের মত পরিণতি হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের- সেটা সময়ই বলে দেবে।

খেলার দুনিয়া | ফলো করুন :