ধোনির অবসর নিয়ে যা বললেন কোচ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:২২ পিএম | ০৬ এপ্রিল, ২০২৫

চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে শনিবার চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে গ্যালারিতে ছিলেন মহেন্দ্র সিং ধোনির বাবা-মা। প্রথমবারের মতো আইপিএল ম্যাচে ছেলের খেলা দেখতে এলেন তারা। এতেই গুঞ্জন ছড়ায়-হয়তো এই ম্যাচেই অবসরের ঘোষণা দেবেন ‘ক্যাপ্টেন কুল’। তবে ম্যাচ শেষে এমন কিছু হয়নি। বরং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনার আগুনে পানি ঢেলে দিলেন দলের কোচ স্টিফেন ফ্লেমিং।

ম্যাচশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্লেমিং বলেন, ধোনির অবসর নিয়ে তিনি কিছুই জানেন না এবং এখন এসব নিয়ে তিনি আর ধোনিকে প্রশ্নও করেন না। বলছিলেন, 'না। কোনও জল্পনা থামানোর দায়িত্ব আমার নয়। ওর অবসর নিয়ে আমার কোনও ধারণা নেই। এটুকু বলতে পারি, এখনও ধোনির সঙ্গে কাজ করতে ভালবাসি। দারুণ খেলছে। অবসর নিয়ে তো আজকাল ওকে কিছু জিজ্ঞাসাই করি না। আপনারাই সব সময় অবসর নিয়ে প্রশ্ন তোলেন।'

চলতি মৌসুমে টানা তিন ম্যাচ হেরে কিছুটা চাপে চেন্নাই শিবির। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ক্ষোভ ঝরে পড়েছে বিশেষ করে বিজয় শঙ্কর এবং ধোনির ইনিংসের গতি নিয়ে। তবে ফ্লেমিং সেই সমালোচনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। বলেন, 'ওরা সত্যিই ভাল খেলেছে। গোটা ইনিংস জুড়ে বিজয়ের টাইমিং ছিল দেখার মতো। তবে ১২ থেকে ১৬ ওভারের সময়টা সবার কাছেই কঠিন ছিল। তখন খেলাটা দেখতে ভাল লাগছিল না।'

পিচের অবস্থাও যে ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে, তাও তুলে ধরেছেন ফ্লেমিং। বলেছেন, ম্যাচের দ্বিতীয়ার্ধে বল গ্রিপ করা সহজ হয়ে যায়। তাই টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

ধোনির অবসর নিয়ে শেষ পর্যন্ত কোনো নিশ্চয়তা না মিললেও, ফ্লেমিংয়ের কথায় বোঝা গেল, চেন্নাই শিবিরে এখনো ‘থালা’র প্রভাব অটুট।

খেলার দুনিয়া | ফলো করুন :