বিশ্বকাপের টিকিট পেতে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:৩২ পিএম | ০৬ এপ্রিল, ২০২৫

বিশ্বকাপের টিকিট পাওয়ার হাতছানি ছিল একদম সামনে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচে হেরে সেই সহজ পথ কঠিন করে তুলেছে বাংলাদেশ নারী দল। সরাসরি বিশ্বকাপে যাওয়া হয়নি, এবার বাছাইপর্বের জটিল সমীকরণে জ্যোতি-নাহিদাদের।

আগামী বুধবার থেকে পাকিস্তানে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। চলতি বছরের নভেম্বরে ভারতে বসবে মূল আসর, সেখানে জায়গা পাবে এই বাছাই পর্বের সেরা দুটি দল। রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে ছয় দল-প্রতিটি ম্যাচই তাই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সামনে পাঁচ প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। কারও বিপক্ষেই সহজ জয় ভাবার সুযোগ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অতীতে সাফল্য কম, স্বাগতিক পাকিস্তান ঘরের মাঠে বরাবরই চড়া। আর আয়ারল্যান্ড— গত বছর ঘরের মাঠে সিরিজ হারা সেই দলও আছে তালিকায়। স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মতো নতুন শক্তিরাও এখন আর অবহেলার নয়।

বাংলাদেশের ম্যাচ সূচি

১০ এপ্রিল: বাংলাদেশ বনাম থাইল্যান্ড
১৩ এপ্রিল: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
১৫ এপ্রিল: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড
১৭ এপ্রিল: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
১৯ এপ্রিল: বাংলাদেশ বনাম পাকিস্তান

খেলার দুনিয়া | ফলো করুন :