খুশদিলের আচরণ নিয়ে যা বললো পিসিবি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:১৭ পিএম | ০৬ এপ্রিল, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই পাকিস্তান দলের ব্যর্থতার মিশন শুরু হয়েছে। এরপর দলকে নতুনভাবে সাজালেও তাতে লাভ হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নতুন এক পাকিস্তানকে দেখার স্বপ্ন দেখেছিলেন দেশের ক্রিকেট ভক্তরা। তবে সে আশা তো পূরণ হয় ই নি, উল্টো দর্শকদের উপর মেজাজ হারিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ৮ ম্যাচ খেলতে গিয়েছিল পাকিস্তান। ৫ ম্যাচের টি-টোয়েন্টিতে ৪-১ ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। কিউইদের সামনে পুরো সিরিজ জুড়েই পাত্তা পায়নি তারা। শেষ ওয়ানডেতে ৪৩ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়ান খুশদিল।

মূলত পাকিস্তান দলকে লক্ষ্য করে দর্শকদের মধ্যে থেকে বাজে মন্তব্য আসে। তা শুনে চটে যান খুশদিল। এতটাই রেগে গিয়েছিলেন এই অলরাউন্ডার যে দর্শকদের পেটাতে পর্যন্ত গিয়েছিলেন। যদিও উপস্থিত নিরাপত্তারক্ষী আর সতীর্থরা আটকান তাকে।

খুশদিলের এমন আচরণে চলছে সমালোচনার ঝড়। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) মুখ খুলেছে এটি নিয়ে। পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান বিরোধী স্লোগান যখন চরমে, ক্রিকেটার খুশদিল শাহ এগিয়ে এসে দর্শকদের এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। আফগান দর্শকরা পশতু ভাষা আরও কিছু আপত্তিজনক কথায় পরিস্থিতি জটিল করে তোলে।’

দর্শকদের প্রতি এমন আচরণে শাস্তির মুখে পড়তে পারেন খুশদিল। যদিও আইসিসি বা পিসিবির পক্ষ থেকে খুশদিল শাহ’র বিপক্ষে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

খেলার দুনিয়া | ফলো করুন :