আমিরাতের সহায়তায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:০৬ পিএম | ০৬ এপ্রিল, ২০২৫

দেশের সর্বত্র খেলাকে ছড়িয়ে দিতে অনেক আগে থেকেই ক্রীড়া মন্ত্রণালয় থেকে পরিকল্পনা করা হচ্ছে। তবে বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এছাড়া স্পোর্টস হাব গড়ার পরিকল্পনা করা হয়েও তা আলোর মুখ দেখেনি। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এই পরিকল্পনা। আট বিভাগে হবে আটটি স্পোর্টস হাব।

আজ বোরবার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় পরিকল্পনাটি বাস্তবায়িত হবে বলে জানান তিনি।

ক্রীড়া দিবস উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ শেষে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। সংযুক্ত আরব আমিরাতের সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করব।’

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সম্প্রতি আরব আমিরাত সফরে বিষয়টি নিশ্চিত হয় বলে জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে আমরা বিষয়টি বলেছিলাম। স্যার যখন আরব আমিরাত সফরে গিয়েছিলেন তখন বিষয়টি আলোচনা করেন এবং আরব আমিরাত আমাদের এই বিষয়ে সহায়তা করতে রাজি হয়। আশা করছি সামনের অর্থ বছরেই কাজ শুরু করতে পারব।’

জুলাই বিপ্লবের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনে। সংস্কারের অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ৯ ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। এরপর দ্বিতীয় দফায় ২৮ জানুয়ারি সাঁতার, ভলিবলসহ আরও ৭ ফেডারেশনে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। এরপর তৃতীয় ১৯ মার্চ তৃতীয় দফায় আরও ৫ ফেডারেশনে অ্যাডহক কমিটি করা হয়েছিল।

খেলার দুনিয়া | ফলো করুন :