দ্রুততম অর্ধশতকের রেকর্ড ইমনের
৫০ ওভারে লক্ষ্য মাত্র ৮৯ রানের। স্বাভাবিকভাবেই কোনো চাপ না নিয়ে ধীরে সুস্থে খেলার কথা আবাহনী ক্রিকেট ক্লাবের। তবে পারভেজ হোসেন ইমনের হাতে যেন অপেক্ষা করা মতো সময় নেই। ব্যাট হাতে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছেন আবাহনীর এই ব্যাটার। মাত্র ১৫ বলে তুলে নিয়েছেন অর্ধশতক। যা বাংলাদেশি কোনো ব্যাটারের প্রথম শ্রেণী ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডে আজ বিকেএসপিতে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮৮ রানেই গুটিয়ে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় আবাহনী। ইমন অপরাজিত ছিলেন ২৩ বলে ৬১ রানে। আর জিশান আলম করেন ১৭ রান।
এর আগে ব্যাটে নেমে আবাহনীর বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি শাইনপুকুরের ব্যাটাররা। ১৭ রান তুলতেই হারায় ৫ উইকেট। এরপর মিনহাজুল আবেদিনের সাব্বিরের ৩৮ রানে টেনেটুনে ৮৮ রান তোলে তারা। আটজন ব্যাটারই ফিরেছেন এক অঙ্কের ঘরে।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ( বিপিএল) বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ইমন। এবার ডিপিএলে গড়লেন দ্রুততম অর্ধশতকের রেকর্ড। এই জয়ে যথারীতি পয়েন্ট টেবিলের সবার উপরে আবাহনী। প্রথম দল হিসেবে সুপার লিগও নিশ্চিত করে ফেলেছে নাজমুল হোসেন শান্তর দল। আর নয় ম্যাচে মাত্র এক জয় নিয়ে তলানিতে শাইনপুকুর।