ফিলিস্তিনে হামলার প্রতিবাদ করলেন মেহেদি-নাহিদরা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:৩২ পিএম | ০৬ এপ্রিল, ২০২৫

রোজার সাময়িক যুদ্ধবিরতির পরে ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তের রাফা শহরে আবারো পূর্ণমাত্রায় বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে হামলার বিভৎস ভিডিও ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে বিশ্বজুড়ে। সেই প্রতিবাদে শামিল হয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেকেই। ধ্বংসপ্রাপ্ত গাজার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ক্রিকেটার শেখ মেহেদী ও পেসার নাহিদ রানা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে ইসারায়েলের বোমার আঘাতে পাখিন মতো আকাশে বিক্ষপ্ত হয়ে পড়ছে মানুষের মরদেহ। এর সেই ভিডিও দেখে ক্ষোভে ফোঁসে উঠছেন নেটিজেনরা। আর ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ধ্বংসপ্রাপ্ত গাজা শহরের ছবি সংযুক্ত করে শেখ মেহেদি লিখেন,‘গাজা আজকেই শেষ হয়ে যাবে না। যতদিন এই দুনিয়া আছে ততদিন গাজা ও ফিলিস্তিন আছে। কারণ এটা কোরআনের ওয়াদা। এটা রাসূলের জবান। কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন। ঈমান শক্ত করেন একজন মুসলিমের ঈমান হবে লোহার চেয়ে বেশি শক্ত।’

সেখানে তিনি আরো লিখেন,’ইনশাআল্লাহ কখনোই না গাঁজা মুছে যাবে না। ইতিহাসে লিখা আছে এই যুদ্ধ চলবে চলতে চলতে সকল মুসলিম দেশে আস্তে আস্তে শুরু হবে যখন মুসলিম দেশ শূন্য হবার কাছে তখনি দাজ্জালের আগমন হবে। গাজা মুছে যদি এখনি যায় তাহলে কেয়ামত বেশি দূরে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন।’

টাইগার পেসার নাহিদ রানা কিছুটা ইঙ্গিতপূর্ণ হয়ে লিখেন,‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’

খেলার দুনিয়া | ফলো করুন :