অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সফল হৃদয়

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:০৩ পিএম | ০৬ এপ্রিল, ২০২৫

ঈদের পর আজ আবারও শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ( ডিপিএল)। ঈদের ছুটির আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আগের ম্যাচে টসে নেমেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। গুরুতর অসুস্থতায় তামিম ছিটকে গেছেন দল থেকে। অধিনায়কত্ব পেয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন তাওহিদ হৃদয়। মোহামেডানের নতুন এই অধিনায়ক করেছেন ৫৭ রান। আর তাতেই ছুটির পর নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিলো হৃদয়ের দল।

ডিপিএলের নবম রাউন্ডে আজ শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে টস ভাগ্য সঙ্গেই ছিল হৃদয়ের। টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩২.২ ওভারে ১৭৪ রানেই অলআউট হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক হৃদয় ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় মোহামেডান।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহামেডান। ৬৪ রান তুলতেই হারায় ৪ উইকেট। মাহমুদউল্লাহ রিয়াদ করেন মাত্র ৭ রান। তবে এরপর দলের হাল ধরেন মিরাজ ও হৃদয়। দুজনে মিলে গড়েন ৯১ রানের জুটি। তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। হৃদয় ৫৭ রানে আউট হলেও মিরাজ অপরাজিত ছিলেন ৬৭ রানে। আর তাতেই ৫ উইকেটের জয় পায় হৃদয়ের দল।

এর আগে ব্যাটিংয়ে নেমে একমাত্র শামীম হোসেন পাটোয়ারী ছাড়া প্রাইম ব্যাংকের আর কেউই ব্যাট হাতে রান পায়নি। শামীম একাই লড়াই করে গেছেন। খেলেছেন ৬১ বলে ৮৯ রানের ইনিংস। প্রাইম ব্যাংকের ব্যাটিং লাইন-আপ একাই ধসিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। ৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ইবাদত হোসাইন নিয়েছেন ৩ উইকেট। আর তাতেই ১৭৪ রানে গুটিয়ে যায় ইরফান শুক্কুরের দল।

এই জয়ে ৯ ম্যাচ শেষে ৭ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে মোহামেডান। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে আছে প্রাইম ব্যাংক।

খেলার দুনিয়া | ফলো করুন :