ক্রিকেট ছেড়ে নির্মাণ কাজে বরুণ!

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:২৫ পিএম | ০৬ এপ্রিল, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে কপাল খুলেছিল ভারতীয় শিবিরের অখ্যাত স্পিনার বরুণ চক্রবর্তীর। তবে খ্যাতি কড়াতে বেশি সময় নেননি তিনি। এক ম্যাচে ৫ উইকেট নিয়ে রহস্য স্পিনার তারকা বনে যান তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরে ডাক পান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরেও। সেখানেও ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন তিনি। আর আসরের মাঝপথে নিজের পুরোনো পেশার তদারতি করতে ভুলেননি তিনি।

খেলোয়াড়ি জীবনে প্রবেশের আগে পেশাদার স্থপতি ছিলেন তিনি। এমনকি কখনো পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্নও দেখেননি তিনি। এটা নিয়ে বরুণ বলেছিলেন,‘ আমি স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করেছি। পাঁচ বছরে পেশাদার কোর্স করেছি কাত্তানকুলাথুরের এসআরএম কলেজে। সেটা সম্পূর্ণ আলাদা জগৎ। কম্পিউটার, টি-স্কেল, পেন্সিল, চার্ট পেপার, আঁকা নিয়ে একটা জগৎ। তখন ক্রিকেট দেখতামও না। তবে ক্রিকেটের প্রতি একটা ভালবাসা সব সময়ই ছিল।’

তিনি আরও বলেছিলেন, ‘কখনও কখনও বাড়ির নকশা তৈরি করার সময় ক্রিকেটের ছোঁয়া রাখতাম। পড়াশোনা শেষ করার পর ১০ মাস মতো কোনও কাজ ছিল না আমার। তখন ভাবতাম, কী করা উচিত জীবনে।’
জানা গেছে,বছর দুয়েক পেশাদার স্থপতি হিসাবে কাজ করার পর ক্রিকেটকে পেশা করেছেন তিনি। ভারতীয় দলের স্পিনার অবশ্য আগের পেশার সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেননি। এখনও তার কয়েক জন গ্রাহক আছেন। আর তাদেরই এক জনের অনুরোধে গতকাল শনিবার চেন্নাইয়ে একটি নির্মাণকাজ পরিদর্শন করেন বরুণ। নির্মাণস্থলে হেলমেট পরিহিত অবস্থায় ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কেকেআর স্পিনার।

মুলত আইপিএলে সূচীতে পরিবর্তন হওয়ায় দুই দিন বাড়তি সময় পেয়েছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা বরুণ। আর এ ফাকেঁই নিজের পুরোনো পেশায় মনোযোগ দিতে চেন্নাই ঘুরে এলেন তিনি।

খেলার দুনিয়া | ফলো করুন :