সন হিউং মিনের পাশে মোরসালিন
পিছিয়ে পড়ার পরই যেন তেতে উঠেন মোরসালিন। সম্প্রতি বাংলাদেশের ফুটবলে এই দৃশ্যটাকে নিয়মিত করে ফেলেছেন ১৯ না পেরনো এই তরুণ। লেবাননের বিপক্ষে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে আরও একবার নিজের প্রতিভার জানান দিয়েছেন। পিছিয়ে পড়ার তিন মিনিটের মধ্যে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে বল জালে জড়িয়ে দলকে বাঁচিয়েছেন।
সমতায় ফেরানো মোরসালিনের ওই গোলের প্রশংসা হয়েছে সব মহলেই। এবার তার পারফরম্যান্স স্থান করে নিয়েছে এএফসির সেরা পারফর্মারের তালিকায়। ২৫ নভেম্বর এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ওয়েবসাইটে দ্বিতীয় রাউন্ডের সেরা আট পারফর্মারের নাম প্রকাশ করেন। আর সেই তালিকাতেই দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং মিনের সঙ্গে জায়গা হয়েছে মোরসালিনের।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল টনেটহ্যাম হটস্পারের হয়ে খেলা এই তারকার সঙ্গে স্থান পাওয়া মোরসালিনকে ‘বিস্ময়বালক’ হিসেবে আখ্যা দিয়েছে এএফসি। সেই সঙ্গে তারা লিখেছে, ‘বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশ যখন লেবাননের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে, তখন ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করে বিশ্বমঞ্চে নিজের জানান দেন ১৮ বছর বয়সী এই তরুণ।’
বাংলাদেশের মোরসালিন এবং দক্ষিণ কোরিয়ার সন হিউং মিন ছাড়াও এএফসির সেরা পারফর্মারের তালিকায় জায়গা হয়েছে জাপানের আয়াসে উয়েদা, কাতারের আলময়েজ আলি, সংযুক্ত আরব আমিরাতের আলি মাবখুত, অস্ট্রেলিয়ার হ্যারি সুট্টার, মালয়েশিয়ার ডিওন কুলস, ইরানের মেহদি তারেমি ও সৌদি আরবের সালেহ আল শেহরির।