‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ছোট দল নেই’
ঢাকা প্রিমিয়ার লিগে ( ডিপিএল) প্রথমদিকে রান পাচ্ছিলেন না মেহেদী হাসান মিরাজ। তবে শেষ দুই ম্যাচে রানে ফিরেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। ঈদের ছুটির পর আজ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে বল হাতে এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছেন ৫৫ বলে ৬৭ রান।
মিরাজের পাশাপাশি এ ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছেন তামিম ইকবালের জায়গায় স্থলাভিষিক্ত হওয়া নতুন অধিনায়ক তাওহিদ হৃদয়ও। তাদের জুটিতে ভর করে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫ উইকেটে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে মোহামেডান। ম্যাচসেরা হয়েছেন মিরাজ। এ মাসের ২০ তারিখে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে তার ফর্মে ফেরা অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস যোগাবে এই ক্রিকেটারকে।
আজ ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন মিরাজ। যেখানে স্বাভাবিকভাবেই জিম্বাবুয়ে সিরিজ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। জিম্বাবুয়েকে ছোট করে দেখতে চান না এই অলরাউন্ডার। সিরিজকে সামনে রেখে মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন। বড় দল, ছোট দল এ রকম নয়। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই সেটার স্বীকৃতি মিলবে।’
তবে আফ্রিকান দেশটির বিপক্ষে এই সিরিজকে তরুণ ক্রিকেটারদের প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন মিরাজ। এ নিয়ে তিনি বলেন, ‘অনেক তরুণ খেলোয়াড় আছে, তাদের সুযোগ থাকবে। ওয়েস্ট ইন্ডিজে যে টেস্ট জিতেছি, সেখানে অনেক খেলোয়াড় ছিল না। আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে। বাংলাদেশকে পরের ধাপে নিয়ে যেতে হবে, সেই দায়িত্বটা আমাদের সবার।’
আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সে ম্যাচে মিরাজের অধিনায়কত্বে ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ।