সাবেক অধিনায়ক তামিমকে জয় উৎসর্গ করলেন হৃদয়
ঈদের পর আজ আবারও শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ( ডিপিএল)। ঈদের ছুটির আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আগের ম্যাচে টসে নেমেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। গুরুতর অসুস্থতায় তামিম ছিটকে গেছেন দল থেকে। অধিনায়কত্ব পেয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন তাওহিদ হৃদয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হৃদয়ের দল হারিয়েছে ৫ উইকেটে।
গত মাসের ২৪ মার্চ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের অধিনায়ক হিসেবে টস করতে নেমেছিলেন তামিম। তবে এরপরই বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। গুরুতর অসুস্থ হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় নিকটস্থ কেপিজি হাসপাতালে। যেখানে হার্টে ব্লক ধরা পরার পর, রিং বসানো হয়।
এমন অসুস্থতার পর তামিম যে এবারের ডিপিএলে খেলতে পারবেন না তা আগেই বোঝা গিয়েছিল। এবারের আসরে মোহামেডানের জার্সিতে আর মাঠে নামবেন না তিনি। তার জায়গায় অধিনায়ক হয়ে নিজের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছেন হৃদয়। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজকের জয় তামিমকে উৎসর্গ করেছেন এই ক্রিকেটার।
তামিমকে নিয়ে ফেসবুকে হৃদয় লিখেছেন, ‘ আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সকলে, এই জয় তামিম ভাইকে উৎসর্গ করছি। আমরা আপনাকে (তামিম) মিস করেছি।’
এই জয়ে ৯ ম্যাচ শেষে ৭ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে মোহামেডান। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে আছে প্রাইম ব্যাংক।