‘অবসরের সিদ্ধান্ত আমি নই শরীর নেবে’
বয়স ৪০ এর কোটা পেরিয়েছে বছর তিনেক আগে! তবে এখনো ২২ গজে খেলে যাচ্ছেন সমান প্রতাপে। বলছিলাম ভারতের কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার ও সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি কথা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখন দেশের সবচেয়ে বড় ঘরোয়া আসর আইপিএলে নিয়মিত খেলেন তিনি। তবে সেখানে একটা প্রশ্ন প্রায়শই শোনা যায় কবে অবসর নিচ্ছেন মাহি?
আইপিএলের মাঝপথে নিজের অবসর নিয়ে মুখ খুললেন ধোনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান,‘এখনই অবসর নিয়ে ভাবছি না। এখনও আইপিএল খেলছি। বিষয়টা সাধারণ ভাবেই দেখছি। শুধু আইপিএলেই ক্রিকেট খেলি। এখন আমার বয়স ৪৩। ২০২৫ সালের আইপিএল শেষ হওয়ার সময় আমার বয়স হবে ৪৪। তারপর ১০ মাস সময় পাব ভাবার। আরও খেলব না ছেড়ে দেব, তখন ভাবব। আসলে সিদ্ধান্তটা আমি নেব না। আমার শরীর নেবে। সব মিলিয়ে বছরখানেক আছে হাতে। দেখা যাক।’
আইপিএলকে উপভোগ করছেন জানিয়ে তিনি আরো বলেন, এখন আইপিএল উপভোগ করতে চাইছি। ছোটবেলায় স্কুলে পড়ার সময় যেমন উপভোগ করতাম, এখনও তেমনই করছি। তখন একটা কলোনিতে থাকতাম আমরা। রোজ বিকাল ৪টার সময় খেলতে যেতাম। প্রায় দিনই ক্রিকেট খেলতাম। আবহাওয়া ঠিক না থাকলে ফুটবল খেলতাম। আমি ওই রকম সরল ভাবে খেলতে চাই। যদিও কথাটা বলা যত সহজ, কাজে করা তত সহজ নয়।’