১০০০ গোল করা নিয়ে মুখ খুললেন রোনালদো

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:২৯ পিএম | ০৬ এপ্রিল, ২০২৫

৪০ বছর পার করার পর ক্রিকেটে অনেক ক্রিকেটারকেই দেখা যায় খেলা চালিয়ে যেতে। কিন্তু ফুটবলে ৪০ পেরোনোর পর খেলা চালিয়ে যাওয়া অনেকটাই কঠিন। সেই কঠিন কাজটাই ক্রিস্টিয়ানো রোনালদো করে যাচ্ছেন অবলীলায়। রোনালদো যে কেবল খেলে যাচ্ছেন এমন না, সমান তালে পাল্লা দিয়ে যাচ্ছেন তরুণ ফুটবলারদের সঙ্গে।

জীবনের ৪০ টি বসন্ত পার করা রোনালদো ফুটবল মাঠে কখনোই তা বুঝতে দেন না। মাঠে যেন তিনি চিরতরুণ। ছুটছেন এক রেকর্ড গড়ার লক্ষ্যে। যে রেকর্ড হয়তো টিকে থাকবে যুগের পর যুগ। প্রথম ফুটবলার হিসেবে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে চান পর্তুগিজ এই সুপারস্টার। রোনালদোর বর্তমান গোল সংখ্যা ৯৩১ টি। স্বপ্ন পূরণ করতে প্রয়োজন ৬৯ গোল।

রোনালদো ১০০০ গোলের মাইলফলক ছুঁতে পারবেন কিনা এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে কয়েকবার। আল হিলালের বিপক্ষে জয়ের পর এবার সেই স্বপ্ন নিয়ে কথা বললেন তিনি। রোনালদো বলেন, ‘আমি এই মুহূর্তটা উপভোগ করছি। ১০০০ গোলের পিছনে দৌড়াচ্ছি না। যদি সেটা হয় তো ভাল। যদি না হয়, তা হলেও কোনও দুঃখ নেই। আমি বর্তমানে বাঁচি। ভবিষ্যতে কী হবে তা দেখা যাবে।’

২০২৪ সালের অক্টোবর মাসে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন রোনালদো। এরপর নিজেই জানিয়েছিলেন ১০০০ গোল করতে চান। তবে সেটা সহজ হবে না তার জন্য। কারণ এই মাইলফলক ছুঁতে এখনও প্রায় ২ মৌসুম খেলা চালিয়ে যেতে হবে তাকে। তখন তার বয়স হবে ৪২। রোনালদো স্বপ্ন ছুঁতে পারবেন কিনা- তা সময়ই বলে দেবে।

খেলার দুনিয়া | ফলো করুন :