সবার আগে সুপার লিগে আবাহনী, বাকিরা কে কোথায়?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৩৭ পিএম | ০৬ এপ্রিল, ২০২৫

ডিপিএলে আজ পারভেজ হোসেন মাঠে নামলেন আর শুরু করলেন তাণ্ডব। ১৫ বলে ফিফটির রেকর্ড তো গড়লেনই সেই সঙ্গে গুড়িয়ে দিলেন শাইনপুকুরকে। আর বাকি কাজ শেষ করেন বোলার মোসাদ্দেক হোসেন। তাতে মাত্র ৬.৪ ওভারে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। আর দারুণ এ জয়ে সবার আগে দলটি পা রাখল সুপার লিগে।

বুষ্টির কারণে ৪১ ওভারের ম্যাচে মাত্র ৮৮ রান করে অলআউট হয়ে সাজঘরে ফেরে শাইনপুকুর। দলটির হয়ে ৫৫ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন মিনহাজুল আবেদীন। এ ছাড়া রহমতউল্লাহ আলী ১৭ বলে ১০ রান ও আলী মোহাম্মদ ওয়ালিদ ১১ বলে ১৪ রান করেন। বল হাতে ৬ ওভারে ৪ উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন, এ ছাড়া ২টি করে উইকেট পান রিপন মণ্ডল ও রাকিবুল হাসান।

জবাবে ৮৯ রানের পুঁচকে পুঁজি তাড়া করতে নেমে পারভেজ হোসেন ইমনের তাণ্ডবে জয়ের বন্দরে নোঙর করে দলটি। মাত্র ১৫ বলে ফিফটি করে রেকর্ডও গড়েন তিনি। ডিপিএলে ২০১৯ সালে গড়া ফরহাদ রেজার ১৮ বলে ফিফটির রেকর্ড ভেঙেছেন পারভেজ। এই ওপেনার ২৩ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬১ রান করে অপরাজিত থাকেন। ১৭ বলে ১৭ রান করেন আরেক ওপেনার জিসান আলম। ফলে ৯ ম্যাচের ৮টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল আবাহনী, প্রথম দল হিসেবে সুপার লিগে খেলা নিশ্চিত করেছে দলটি।

এদিকে দিনের আরেক ম্যাচে প্রাইম ব্যাংককে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার লিগে এক পা দিয়ে রাখল মোহামেডান। আর অপর ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ২ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে প্রিমিয়ার লিগে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। মাঠের বাইরে থাকা তামিম ইকবালের মালিকানাধীন ক্লাবটি এবারেই প্রথম ডিপিএলে খেলার সুযোগ পেয়েছে।

খেলার দুনিয়া | ফলো করুন :