নিষেধাজ্ঞা শেষে ফের ২২ গজে নাসির

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৩২ এএম | ০৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ ক্রিকেটে ধুমকেতুর মত আবির্ভাব হয়েছিল নাসির হোসেনের। সাকিব আল হাসানের পর বাংলাদেশের পরবর্তী সুপারস্টার অলরাউন্ডার হিসেবে তাকেই বিবেচনা করা হতো। দলে এসে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন বারবার। তবে বিতর্ক পিছু ছাড়েনি তাকে। এক সময় তো হারিয়েই গেলেন জাতীয় দল থেকে।

জাতীয় দলের ধারেকাছেও নেই নাসির। তবে এতদিন ক্রিকেট থেকেও ছিলেন অনেক দূরে। ২০২১ সালে ফ্র‌্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন জাতীয় দলের সাবেক এই স্পিন অলরাউন্ডার। সব ধরণের ক্রিকেট থেকে ছিলেন দূরে। তবে অবশেষে নিষেধাজ্ঞার কালো মেঘ কেটে গেছে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আজ আবারও মাঠে ফিরেছেন তিনি।

ডিপিএলের নবম রাউন্ডের দ্বিতীয় দিন আজ। শের- এ বাংলা জাতীয় স্টেডিয়ামে গাজি গ্রুপ ক্রিকেটার্সের টসে জিতে ফিল্ডিং করছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। আর এ ম্যাচেই রূপগঞ্জের হয়ে মাঠে নেমেছেন নাসির। এখনো পর্যন্ত ৫ ওভার বল করে দিয়েছেন ১৬ রান।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন। তথ্য গোপন করে আইসিসির নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। শাস্তির মেয়াদ শেষ হয়েছে গতকাল।

খেলার দুনিয়া | ফলো করুন :