আইপিএলের নিয়মের প্রতি কৃতজ্ঞ সিরাজ
আইপিএলের ১৮তম আসরে বল হাতে রীতিমতো উড়ছেন মোহাম্মদ সিরাজ। বল হাতে ব্যাটারদের উড়িয়ে টানা দুই ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। আগের ম্যাচে নিজের সাবেক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পর, গতকাল সানরাইজার্সের বিপক্ষে চার উইকেট নিয়ে আবারও হয়েছেন ম্যাচসেরা। আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বোলারও ভারতীয় এই পেসার।
গতকাল হায়দরাবাদের ব্যাটিং লাইন আপ একাই ধসিয়ে দিয়েছেন সিরাজ। ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আইপিএলে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে আইপিএলের একটা নিয়মেরও অবদান আছে বলে মনে করেন সিরাজ।
ম্যাচসেরা হওয়ার পর সিরাজ বলেন, 'খেলা উপভোগ করছি। নিজের বোলিং ও ফিটনেসের উপর অনেক খেটেছি। তাই বেশ সতেজ লাগছে। বলে লালা লাগানো যাচ্ছে। তাই বলের সুইং ভালো হচ্ছে। ফলে লেগ বিফোর বা বোল্ড করতে সুবিধা হচ্ছে।'
প্রসঙ্গত, কোভিড-১৯ এর সময় থেকে ঝুঁকির কথা বিবেচনা করে বলে লালা লাগানো নিষিদ্ধ করা হয়। তবে আইপিএলের আগে সে নিয়মে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোলাররা পুনরায় বলে লালা লাগাতে পারছেন। ফলে বোলিংয়ে পেসাররা বাড়তি সুবিধা পাচ্ছেন বলে মনে করেন সিরাজ।
এবারের আইপিএলে এখনো পর্যন্ত চার ম্যাচ খেলেছেন সিরাজ। যেখানে ১৩.৭৮ গড়ে ৯ উইকেট নিয়েছেন গুজরাটের এই পেসার। প্রথম ম্যাচ হারের পর টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে গুজরাট।