ফিলিস্তিনিদের জন্য মন কাঁদছে মুশফিক-রিয়াদের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৫৫ পিএম | ০৭ এপ্রিল, ২০২৫

রোজার সাময়িক যুদ্ধবিরতির পরে ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তের রাফা শহরে আবারো পূর্ণমাত্রায় বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিন। বাড়িঘর, হাসপাতাল সব জায়গাতেই বাড়ছে লাশের সারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে হামলার বীভৎস ভিডিও ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে বিশ্বজুড়ে। প্রতিবাদ করতে বাদ যাননি বাংলাদেশের ক্রিকেটাররাও।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকালে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করেন মুশফিকুর রহিম। ক্যাপশনে লিখেছেন, ‘ওহ আল্লাহ। নির্যাতিতদের সব জায়গায় সাহায্য করুন। ওহ আল্লাহ আপনি তাদের রক্ষাকর্তা, সাহায্যকারী ও শক্তিদাতা হোন।’

মুশফিকের আগে গতকাল রাতে মাহমুদউল্লাহ রিয়াদও বর্বর এই হামলার প্রতিবাদ করেছেন। নিজের ফেসবুক পেজে রিয়াদ লিখেছেন, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন, সাহায্য করুন। হে রাহমানুর রাহিম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা। দয়া করে তাদের রক্ষা করুন এবং জয়ী করে দেন। আমিন। এটা সহ্য করা যায় না। আপনি আল-আহাদ, আপনি আস-সামাদ। হে আল্লাহ, দয়া করে রক্ষা করুন।’

গতকাল ইসরাইলের হামলার প্রতিবাদ করেছিলেন শেখ মেহেদি ও নাহিদ রানাও। মেহেদি লিখেছিলেন,‘গাজা আজকেই শেষ হয়ে যাবে না। যতদিন এই দুনিয়া আছে ততদিন গাজা ও ফিলিস্তিন আছে। কারণ এটা কোরআনের ওয়াদা। এটা রাসুলের জবান। কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন। ইমান শক্ত করেন একজন মুসলিমের ইমান হবে লোহার চেয়ে বেশি শক্ত।’

টাইগার পেসার নাহিদ রানা লেখেন,‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’

খেলার দুনিয়া | ফলো করুন :