লক্ষ্য মাত্র ১৩০, তবুও শতক হাঁকালেন তামিম
দলের লক্ষ্য মাত্র ১৩০ রান। এত ছোট লক্ষ্যেও শতক হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম! তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক সাইফ হাসান। সাইয়ের ৫৩ বলে ২৬ রানের দিনে বিপরীত পাশে থাকা তামিম খেলেছেন ৫৯ বলে ১০৩ রানের ইনিংস। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০ উইকেটে জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
প্রথম চার ম্যাচে তিন জয়। এরপরের চার ম্যাচে মাত্র এক জয়। আর তাতেই সুপার লিগ খেলার সমীকরণ কঠিন করে ফেলেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে নবম রাউন্ডে পারটেক্সের বিপক্ষে জয় পেয়েছে রূপগঞ্জ। তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৮.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গেছে সাইফ হাসানের দল।
ঢাকা প্রিমিয়ার লিগের ( ডিপিএল) নবম রাউন্ডে আজ বিকেএসপিতে টসে হেরে ব্যাট করতে নেমে রূপগঞ্জের বোলিং তোপে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় পারটেক্স। জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের কোনো পাত্তাই দেননি রূপগঞ্জের দুই ওপেনার। কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৮.৩ ওভারেই জয় তুলে নেয় তারা। আর তাতেই পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে সাইফের দল।
১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইকেটের একপ্রান্ত থেকে দেখেশুনে খেলেছেন সাইফ। তবে অন্য প্রান্তে বোলারদের রীতিমতো শাসন করেছেন তামিম। মাত্র ২৬ বলেই তুলে নেন অর্ধশতক। তামিম অপরাজিত ছিলেন ১০৩ রানে।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পারটেক্স। রূপগঞ্জের বোলারদের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেননি তারা। দলীয় সর্বোচ্চ ৪১ রান এসেছে রুবেল মিয়ার ব্যাট থেকে। রূপগঞ্জের হয়ে ১০ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন শেখ মেহেদি হাসান।
এই জয়ে সুপার লিগের লড়াইয়ে ভালো ভাবেই টিকে থাকলো রূপগঞ্জ। নয় ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১১। উঠে এসেছে টেবিলের চারে। অন্যদিকে সুপার লিগে খেলার খেলার স্বপ্ন আগেই ফিকে হয়ে গিয়েছিল পারটেক্সের। আজকের হারে যেন অনেকটাই অসম্ভব হয়ে গেল তা। সবার আগে একমাত্র দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড।
সংক্ষিপ্ত স্কোর:
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ১২৯/১০ ( রুবেল মিয়া ৪১, শেখ মেহেদি ৪/৩৪)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৩২/০ ( তানজিদ হাসান তামিম ১০৩, সাইফ হাসান ২৬)
ফল: ১০ উইকেটে জয়ী রূপগঞ্জ
ম্যাচসেরা: তানজিদ হাসান তামিম