‘পাকিস্তানের অভিজ্ঞতায় কোচিংয়ে আগ্রহ হারিয়ে ফেলেছি’
এপ্রিল থেকে ডিসেম্বর! পাকিস্তানে মাত্র ৯ মাসের কোচিং ক্যারিয়ার নিয়ে হতাশ জেসন গিলেস্পি। এতটাই হতাশ যে এখন আর কোচিং ক্যারিয়ারের প্রতি তার ভাল লাগাই চলে গেছে। সাবেক এই অজি ক্রিকেটারের মতে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে স্বল্প সময়ের কিন্তু অস্থির প্রকৃতির কাজের অভিজ্ঞতা তার কোচিং পেশার প্রতি ভালোবাসাকে ‘তেতো’ করে দিয়েছে।
গেল বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে পাকিস্তান দলের দায়িত্ব নিয়েছিলেন গিলেস্পি। তবে কাজ শুরুর ছয় মাসের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর বিরক্ত হয়ে ওঠেন তিনি। প্রথমে তাকে নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়া, এরপর তার অমতে হাইপারফরম্যান্স কোচ টিম নিয়েলসনকে বিদায় দেওয়াসহ বিভিন্ন কারণে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে দায়িত্বই ছেড়ে দেন গিলেস্পি।
সম্প্রতি পাকিস্তানে কোচিং করানো নিয়ে কথা বলেন তিনি। গিলেস্পি জানান,‘পাকিস্তানে কাজ করার অভিজ্ঞতা আমার কোচিংয়ের প্রতি ভালোবাসাকে তেতো করে তুলেছে। আমি এ কথা অকপটেই বলি। যেভাবে সবকিছু শেষ হলো, সেটা আমাকে খুবই হতাশ করেছে। আমাকে ভাবতে বাধ্য করেছে, আমি আদৌ পূর্ণকালীন কোচ হতে চাই কি না। লিগগুলোতে কোচিং বা স্বল্পমেয়াদি কাজ কিংবা পরামর্শক হিসেবে কাজ করার আগ্রহ আছে। তবে পূর্ণকালীন কোচ এটা এ মুহূর্তে আমার ভাবনায় নেই।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভারপ্রাপ্ত কোচ আকিভ জাভেদকে নিয়ে তিনি জানান,‘সে একটা ভাঁড় ছিল। অভ্যন্তরীণ রাজনীতি আর দলগত ঐক্যের অভাব কোচিং করানোটাকে অসহনীয় করে তুলেছিল।’
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন গিলেস্পি।