টাঙ্গাইলে শুরু লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:৩৯ পিএম | ০৭ এপ্রিল, ২০২৫

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ ২০২৫, সিজন ০১-এর উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সৃষ্টি সংঘ মাঠে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জানাব আবদুল্লাহ আল রনী উপস্থিত থেকে ব্যাটিং করে এলপিএল লিগের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধক হিসাবে ছিলেন জনাব মাহমুদুল আলম মনির, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) লাবিব গ্রুপ। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব নাজমুস সামা, সহকারী কমিশনার ভুমি এবং জনাব মো: জাকির হোসেন অফিসার ইনচার্জ সখিপুর থানা৷ আমন্ত্রিত অতিথি ছিলেন জনাব মো: মনসুর আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার, সখিপুর, টাঙ্গাইল।

উদ্বোধন খেলায় অংশ নেয় কাচাঁবাজার কিংস ও রেভেল রাইডার্স। ম্যাচ রেফরি হিসাবে দ্বায়িত্ব পালন করেন জনাব মাহবুব খান, আম্পায়ার হিসাবে ছিলেন জনি এবং রুপা।

খেলার দুনিয়া | ফলো করুন :