‘মাঠের বাইরে ছিলাম বিন্দাস ছিলাম’

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:৫৬ পিএম | ০৭ এপ্রিল, ২০২৫

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন ক্রিকেটার নাসির হোসেন। আবুধাবিতে টি টেন লিগ খেলতে গিয়ে উপহার নেওয়া গোপন করায় দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। গেল বছরের জানুয়ারিতে পাওয়া সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে আজ সোমবার। লম্বা সময়ের পর মাঠে ফিরে বল হাতে কিছুটা ছন্দে ফিরছিলেন তিনি। ম্যাচ শেষে কথাও বলেছেন নাসির।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে রুপগঞ্জের হয়ে ১০ ওভার হাত ঘুরিয়ে রান দিয়েছেন ৩১ রান। উইকেট শিকার করেছেন একটি। বল হাতে ভালো করলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। করেছেন ১১ বলে ৯ রান, তবে তার দল জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। তাতে কিছুটা নিস্তারও পেয়েছেন তিনি।

ম্যাচশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মিডিয়া ট্রায়াল নিয়ে নাসির জানান,‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়। এটাই স্বাভাবিক। এখন তো আমরা অনলাইন মিডিয়ায় নিজেদের টিআরপি বাড়ানোর জন্য যা-তা করে নিউজ করি। আমার মনে হয়, এরকম না করাই ভালো। কারণ, আপনাদের একটা নিউজ আর কিছু লাইকের জন্য একটা পরিবারে সমস্যা হতে পারে। এটা আপনারাও ভালো জানেন। যদি আপনাদের পরিবারের সঙ্গে হয়, তখন বুঝতে পারবেন। আমার জীবন তো আপনারা বলে দেবেন না। আপনি শুধু দেখবেন আমি মাঠে কেমন আছি। আমি যদি মাঠের ক্রিকেটে কোনো কিছু খারাপ করে থাকি, তখন আপনারা বলতে পারেন।’

মাঠের বাইরে থাকা নিয়ে তিনি জানান,‘যেই জিনিসটা মিস করছিলাম, ক্রিকেট খেলা। খুব ভালো লাগছে অনেক দিন পর ক্রিকেট খেলে। দেড় বছর বাইরে ছিলাম। বিন্দাস ছিলাম। আর কী বলব (হাসি)। পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। আমি যেমন আছি, ভালো আছি। আমি আপনাদের মতোই মানুষ। আমারও জীবন আছে, পরিবার আছে।

বাংলাদেশের জার্সিতে এখনও পর্যন্ত ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১টি টি–টোয়েন্টি খেলেছেন নাসির।

 

খেলার দুনিয়া | ফলো করুন :