শান্তদের ফিল্ডিং কোচ হলেন প্যামেন্ট

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:২৭ পিএম | ০৭ এপ্রিল, ২০২৫

জাতীয় ক্রিকেট দলে আগামী দুই বছরের জন্য নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। শান্তদের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক কিউই ক্রিকেটার জেমস প্যামেন্ট। আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিল্ডিং কোচ নিয়োগের বিষয়টি জানিয়েছে বোর্ড । জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়েই নতুন এই কোচ টাইগারদের সঙ্গে কাজ শুরু করবেন বলে জানানো হয়েছে সেখানে।

বাংলাদেশে কাজ করার আগে আগের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাইয়ের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছিলেন প্যামেন্ট। ইংল্যান্ডে জন্ম নেওয়া প্যামেন্ট অবশ্য ক্রিকেটে পা রেখেছেন নিউজিল্যান্ডের অকল্যান্ডের হয়ে। আইপিএলে ২০১৮ সাল থেকেই জেমস প্যামেন্ট ছিলেন ভারতের আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ। সহকারী কোচ হিসেবে খেলোয়াড়দের ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন। এরমাঝে নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

এর আগে কাজ করেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গে। সেই সঙ্গে অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলের সঙ্গে। এছাড়া নিউজিল্যান্ড ‘এ’ এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে জেমস প্যামেন্টের। বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি জানান, দারুণ প্রতিভাবান বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটার ও কোচিং স্টাফের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি।’

এদিকে শান্ত-মিরাজদের জন্য পেস বোলিং কোচও খুঁজছে বিসিবি। যেখানে আলোচনায় আছেন পাকিস্তানে সাবেক পেসার উমরগুল। জানা গেছে চলতি বছরের মে মাস থেকে জাতীয় দলের দায়িত্বে দেখা যেতে পারে তাকে।

খেলার দুনিয়া | ফলো করুন :