পাকিস্তানে গেলেন লিটন দাস

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:১২ পিএম | ০৮ এপ্রিল, ২০২৫

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। এরই মধ্যে লিটন ও রিশাদ পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন, আর টেস্ট শেষেই পিএসএল দলে যোগ দেবেন তরুণ পেসার নাহিদ রানা।

নিজের প্রথম পিএসএল অভিজ্ঞতা নিতে এবার করাচি কিংসের হয়ে খেলবেন লিটন দাস। রোমাঞ্চে ভরা এই যাত্রার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে যাত্রা শুরু করলাম। রোমাঞ্চকর সময় সামনে আছে। সবার কাছে দোয়া ও সমর্থন চাইছি।’

লিটন পেয়েছেন পুরো আসরে খেলার ছাড়পত্র। তার দল করাচি কিংস ১২ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে।

তিনজনের মধ্যে প্রথমেই পাকিস্তানে গেছেন লেগস্পিনার রিশাদ হোসেন। এবার তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে, যা তাঁর জন্য প্রথম বড় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞতা। পাকিস্তান যাওয়ার আগে রিশাদ জানিয়েছেন, দলকে শিরোপা এনে দিতে চান।

১১ এপ্রিল উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে রিশাদের লাহোর কালান্দার্স, প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড।

তালিকার তৃতীয় নাম, পেসার নাহিদ রানা এবার প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে। তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। তবে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম টেস্ট ম্যাচ খেলেই পাকিস্তানে রওনা হবেন নাহিদ। বিসিবি তার জন্য এনওসি (অনাপত্তিপত্র) রেখেছে টেস্ট শেষের পর।

খেলার দুনিয়া | ফলো করুন :