রোনালদোর হোটেলে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
মহা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো খেলাধুলার বাইরেও সফল এক নাম। বিশেষ করে ব্যবসা জগতে তার অবস্থান বেশ মজবুত। বিলাসবহুল হোটেল ব্যবসায় তার উপস্থিতি অনেকেরই জানা। আর সেই হোটেল ব্যবসার কারণেই আবারও শিরোনামে এলেন এই পর্তুগিজ মহাতারকা-তবে এবার এক ভিন্ন কারণে।
গত শনিবার মরক্কোর মারাকেশে রোনালদোর মালিকানাধীন হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’-এ আগুন লাগে। খবরটি নিশ্চিত করেছে পর্তুগালের সংবাদমাধ্যম ‘আ বোলা’।
অগ্নিনির্বাপণ বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, আগুনের ঘটনাটি খুব বড় ছিল না এবং হোটেলের কর্মচারীদের দ্রুত প্রতিক্রিয়ার কারণেই তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কেউ আহত হননি। আগুন হোটেলের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে চলে আসে।
বিলাসবহুল এই হোটেলটি ২০১৯ সালে চালু হয়েছে। যেখানে আছে ১৬৮টি কক্ষ। ২টি রেস্টুরেন্ট, সুইমিং পুল, স্পা ও জিম!
‘পেস্তানা সিআর সেভেন’ শুধুমাত্র মারাকেশেই নয়, লিসবন, মাদেইরা ও বিশ্বের আরও কয়েকটি শহরে এই ব্র্যান্ডের হোটেল রয়েছে।
ফুটবলের বাইরে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের নাম ও ব্র্যান্ডকে কাজে লাগিয়ে তৈরি করেছেন হোটেল, পোশাক ও সুগন্ধি ব্যবসা।