বাটলারের অধীনে ক্যাম্পে ফিরলেন বিদ্রোহী মেয়েরা
অচলাবস্থা কাটলো দেশের নারী ফুটবলাঙ্গনে! টানা সংলাপের মাধ্যমে জাতীয় নারী ফুটবলের দলের বিদ্রোহী সদস্যদের ফেরানো হলো মাঠে। আজ মঙ্গলবার প্রধান কোচ পিটার বাটলারের অধীনে মাঠে ফিরেছে চলতি জানুয়ারিতে বাটলারের অধীনে অনুশীলন করতে না চাওয়া ১৩ ফুটবলার। বাকি সদস্যরাও শিগগির অনুশীলনে ফিরবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ মঙ্গলবার দলের বিদ্রোহী সদস্যরা কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনের জন্য রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। তিনি জানান,বিদ্রোহ করা ১৮ জন নারী খেলোয়াড়ের ১৩ জন আজকে আবাহনীর মাঠে বাটলারের অধীনে অনুশীলন করেছেন। বাকি পাঁচ জনের মধ্যে সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণা ও মনিকা ভুটানের নারী লিগ খেলতে গেছেন। তহুরা খাতুন পারিবারিক কারণে এখনো ছুটিতে থাকার কারণে যোগ দিতে না পারলেও খুব শিগগির যুক্ত হবেন তারা।
গেল বছরের শুরু থেকে ব্রিটিশ কোচ বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দূরত্ব চলছিল। নেপালের কাঠমান্ডুতে সেই দূরত্ব চরমে পৌঁছায়। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনারা কোচ বাটলারকে গ্রহণ করতে পারেননি। তাদের সঙ্গে আলোচনা ও সমস্যা সমাধান না করেই ফেডারেশন বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করে। পুনরায় বাটলার দায়িত্ব পালনে জানুয়ারির শেষ সপ্তাহে আসলে ১৮ নারী ফুটবলার বয়কট করেন এবং বাটলারের কোচ থাকলে ফুটবল ছাড়ার ঘোষণা দেন। তবে খেলোয়াড়রা নমনীয় হওয়ার কারণে সে অবস্থার পরিবর্তন হয়েছে।