ছোট ভাই হারার কারণে মন খারাপ ক্রুণালের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:১৪ পিএম | ০৮ এপ্রিল, ২০২৫

সাধারণত পরিবারের কেউ ক্রিকেট খেলতে নামলে পরিবারের সবাই তার জয়ের জন্য প্রার্থনায় নেমে পড়ে উপমহাদেশীয় সংস্কৃতিতে। তবে যদি একই পরিবারের দুই জন ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলতে নামে তখন কেমন হবে? ঠিক তেমনটাই ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গতকালকের ম্যাচে। ছোট ভাই হার্দিক পান্ডিয়ার দল মুম্বাই ইন্ডিয়ান্সের হারের কারণে মন খারাপ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা বড় ভাই ক্রুণাল পান্ডিয়ার।

আইপিএলে গতকাল সোমবার ব্যাঙ্গালুরুর কাছে ১২ রানে হেরেছে মুম্বাই। হার নিশ্চিতের পর হার্দিক পান্ডিয়ার মুখের অভিব্যক্তিই বলে দেয়, এবারের আইপিএলে কী অবস্থায় রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টানা দুই ম্যাচ হারায় আরও বেকায়দায় পড়েছে দলটি। চোখ থেকে পানি বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তাঁর। ছোট ভাইয়ের এমন অবস্থা দেখে মন খারাপ ক্রুনাল পান্ডিয়ার। তখনই দুই পান্ডিয়া ভাইয়ের আবেগঘন মুহূর্তটি নজর কেড়েছে সবার। ক্রুনাল-হার্দিক একে অপরকে জড়িয়ে ধরেন।

ক্রুনাল হয়ত তখন হার্দিককে বোঝাতে চাইলেন, ম্যাচে হারজিত তো থাকেই। শুধু তাই নয়, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সবুজ ঘাসে বসে দুই পান্ডিয়া একে অপরের সঙ্গে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে দুই পান্ডিয়া ভাইয়ের এমন ঘটনা ছড়িয়ে পড়েছে দ্রুতই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রুনাল বলেন, ‘সে (হার্দিক) ভালো ব্যাটিং করেছে। আমরা জিতেছি। সেও জিততে চেয়েছে। তাঁর জন্য মন খারাপ লাগছে।’

তিনি আরো বলেন,‘ আমাদের মধ্যে দারুণ বন্ধন রয়েছে। জানতাম যে দিন শেষে এক পান্ডিয়াই জিতবে। তবে একে অপরের প্রতি আমাদের যে ভালোবাসা ও স্নেহ রয়েছে, সেটা খুবই স্বাভাবিক।’ গতকাল ১৫ বলে ৪২ রানের জড়ো ব্যাটিং করেও হার নিয়ে মাঠ ছাড়েন হার্দিক।

খেলার দুনিয়া | ফলো করুন :