জিম্বাবুয়ে টেস্টের দল ঘোষণা, নেই তাসকিন
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ অভিযান শেষে কোনো আন্তর্জাতিক ম্যাচে দেখা যায় নি বাংলাদেশ দলকে। চলতি বছরে হতে যাওয়া এশিয়ান কাপকে সামনে রেখে নিজেদের চাঙ্গা করে তুলতে ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ খেলার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ। সেখানে আগামী ২০ এপ্রিল সিলেটের মাটিতে হতে যাওয়া প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে চোটের কারণে দলে নেই টাইগার পেসার তাসকিন আহমেদ।
আজ মঙ্গলবার সফরকারী জিম্বাবুয়ের সিরিজের প্রথম দলের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে তারকা পেসার তাসকিন আহমেদ পায়ের চোটের কারণে দলে থাকতে পারছেন না। এ বিষয়ে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরি বলেছেন,‘তাসকিন বর্তমানে তার বাঁ পায়ের গোড়ালির সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং এই সিরিজের জন্য তিনি অ্যাভেইলেবল নন।’
অবশ্য তাসকিন না থাকায় প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট দলে ডাক পেলেন পেসার তানজিম হাসান সাকিব। ২০২৩ সালে ওয়ানডে ও টি টোয়েন্টি দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর এবার টেস্টেও অভিষেক হতে যাচ্ছে তার। পাশাপাশি পেস ইউনিটে আরো আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদরা।
এদিকে পিএসএলের কারণে প্রথম টেস্টে থাকতে পারছেন না লিটন দাস। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাছাড়া দলে আরো আছেন সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিম।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।