চ্যাম্পিয়ন্স ট্রফির পেছনের গল্প শোনালেন শ্রেয়াস
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন চ্যাম্পিয়ন ভারতের শ্রেয়াস আইয়ার। আসর জুড়ে দুর্দান্ত ব্যাটিং করে ২৪৩ রান তুলা শ্রেয়াস এখন আইপিএলও মাতাচ্ছেন। গেল বছরের নিলামে ২৬ কোটি ৭৫ লাখ ভারতীয় রুপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। সেখানে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে এবার এমন একটি বিষয়ে বোমা ফাটিয়েছেন ৩০ বছর বয়সী এই তারকা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেশ ধারাবাহিক ছিলেন তিনি। তবে আসরকে সামনে রেখে দুবাইয়ে অনুশীলনের সময় নেটে ব্যাটিংয়ে ভাল করছিলেন না তিনি। তাই অপমানে নিজের উপর বিরক্ত হয়ে কান্না করেছিলেন বলে জানিয়েছেন তিনি। পাঞ্জাব কিংস প্রকাশিত একটি ভিডিওতে এসব কথা বলেন শ্রেয়াস।
তিনি জানান,‘ “সবশেষ কান্না করেছি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়, প্রথম অনুশীলন সেশনে। মানে, আক্ষরিক অর্থেই কাঁদছিলাম আর কাঁদছিলাম। নেটে ব্যাট করে এসেছি তখন, কিন্তু সেশনটি ভালো হয়নি। নিজের ওপর এত রাগ হচ্ছিল যে, চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। নিজেও চমকে গিয়েছিলাম, কারণ খুব সহজে আমি কাঁদি না।”
তিনি আরো জানান,‘ইংল্যান্ড সিরিজে আমার পারফরম্যান্স ভালো ছিল। ভেবেছিলাম এই ছন্দ বয়ে নিতে থাকব। কিন্তু ওখানে উইকেট ছিল ভিন্ন এবং প্রথম দিনে মানিয়ে নেওয়াটা ছিল খুবই কষ্টসাধ্য। অনুশীলন শেষ হওয়ার পর আরেকটু বাড়তি ব্যাটিং করতে চেয়েছিলাম। কিন্তু সুযোগটি পাইনি। তাই প্রচণ্ড রাগ হচ্ছিল।’
‘আর পরের দিন নেটে গিয়ে নিজেকে বলেছি ‘আমি ভালো করব।’ এটা গুরুত্বপূর্ণ। মাঠে আমরা যা মেলে ধরি, এর চেয়ে আড়ালের কাজগুলি বেশি গুরুত্বপূর্ণ। মাঠের বাইরে শতভাগ আত্মবিশ্বাসী থাকলে মাঠেও স্বয়ংক্রিয়ভাবে ভালো করার প্রেরণা মেলে।’