‘রানরেটের কথা মাথায় রেখে দ্রুত খেলেছি’
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রোববার দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন। আবাহনীর হয়ে মাঠে নামা ইমন অবশ্য জানতেন না যে রেকর্ড গড়ে ফেলবেন তিনি। তখন কম রানের ম্যাচ দ্রুত শেষ করে রানরেটে এগিয়ে থাকায় ছিল লক্ষ্য ছিল বলে জানিয়েছেন ইমন।
ডিপিএলে রোববারের ম্যাচ দিয়ে সবার আগে সুপার লিগে পা রেখেছিল আবাহনী লিমিটিড। সেই ম্যাচ নিয়ে আজ মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে জানান,‘ ‘কালকের (রোববার) ইনিংসটায় লক্ষ্য কম ছিল, তাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমরা যেহেতু চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে আছি, আমাদের একটা রানরেটের ব্যাপার আছে। মাথায় ওটাই ছিল যে কীভাবে দ্রুত শেষ করা যায়।’
তিনি আরো জানান,‘দ্রুত গতিতে খেলার পরিকল্পনা থাকে না। আমি আসলে পরিস্থিতি অনুযায়ী খেলি। যেদিন যেটা ডিমান্ড করে সেরকম খেলি। রোববার যেমন স্ট্রাইক রেট ছিল, প্রতিদিন এমন থাকে না। আমার ৯০ থাকে, ৯৫ থাকে। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি।’
রেকর্ড গড়া ইনিংস খেলা ইমন এবার চোখ রাখছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তিনি জানান,‘ আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন, সেখানে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়। ভালো ভালো বোলাররা থাকে। আমরা চেষ্টা করছি ওখানেও কীভাবে দাপট দেখানো যায়। আমাদের চিন্তাভাবনা থাকে ওখানেও কীভাবে ডমিনেট করা যায়।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এতোদিন ধরে দ্রুতগতির ফিফটির রেকর্ড ছিল শুভাগত হোমের। তবে তার সেই রেকর্ড ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন আবাহনীর পারভেজ হোসেন ইমন। মাত্র ১৫ বলে ফিফটির করে ২৩ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।