তিন ভেন্যুতে হামজাদের ম্যাচ!

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৩৯ পিএম | ০৮ এপ্রিল, ২০২৫

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ফুটবল দল হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলবে ছয়টি ম্যাচ। এর মধ্যে তিনটি হোম ম্যাচ ঢাকায় সীমাবদ্ধ না রেখে দেশের তিনটি ভিন্ন ভেন্যুতে আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরিকল্পনা অনুযায়ী, সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচটি হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, ভারতের বিপক্ষে ম্যাচ সিলেটে এবং হংকংয়ের বিপক্ষে ম্যাচটি চট্টগ্রামে আয়োজনের চিন্তাভাবনা করছে সংস্থাটি। হামজা চৌধুরি থাকছেন এই ম্যাচে। তাকে সামনে রেখেই ফুটবল ছড়িয়ে দিতে চায় বাফুফে!

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান, সাবেক তারকা ফুটবলার গোলাম গাউস জানিয়েছেন, 'ফুটবল উন্মাদনা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য তিনটি হোম ম্যাচ তিন জেলায় আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।'

সিলেট স্টেডিয়াম এক সময় দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল ভেন্যু হিসেবে পরিচিত ছিল। দীর্ঘদিন ধরে বাফুফে সে ভেন্যু ব্যবহার না করলেও, ফের সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮ নভেম্বরের ভারত-বাংলাদেশ ম্যাচটি সিলেটে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও সিলেট স্টেডিয়ামের সঙ্গে কোটি টাকার বিল বকেয়া থাকা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে মাঠ পরিদর্শনে যাচ্ছে বাফুফের প্রতিনিধি দল।

জাতীয় ক্রীড়া পরিষদ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামকে ৩০ বছরের জন্য বরাদ্দ দিয়েছে বাফুফেকে। এই বরাদ্দের প্রেক্ষিতে ৯ অক্টোবর বাংলাদেশ-হংকং ম্যাচ চট্টগ্রামে আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে। তবে স্থানীয়ভাবে কিছু বিরূপ প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে ২৬ এপ্রিল চট্টগ্রামে নির্বাহী সভা আয়োজন করবে বাফুফে। সভার আগে স্থানীয় ক্রীড়া প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে।

ঢাকার সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতির কাজ শুরু করেছে ফেডারেশন। আগামীকাল বিকেল ৩টায় বাফুফে এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্তারা যৌথভাবে স্টেডিয়াম পরিদর্শন করবেন।

যদিও সিলেট ও চট্টগ্রামের ম্যাচ দুটি নিয়ে এখনো কম্পিটিশন কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এ উদ্যোগকে এগিয়ে রাখতেই মাঠ পরিদর্শন এবং এএফসি অনুমোদনের প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। এ নিয়ে গোলাম গাউস বলেন, 'সভায় আলোচনা না হলেও সভাপতির নির্দেশনা অনুযায়ী আমরা বিকেন্দ্রীকরণের দিকে এগোচ্ছি। আন্তর্জাতিক ফুটবল ফিরিয়ে আনার লক্ষ্যে মাঠ প্রস্তুতির কাজ আগে থেকেই শুরু করা জরুরি।'

এই উদ্যোগ সফল হলে হামজা ও তার সতীর্থদের খেলা সরাসরি দেখার সুযোগ পাবেন সিলেট ও চট্টগ্রামের ফুটবলপ্রেমীরাও!

খেলার দুনিয়া | ফলো করুন :