রিয়ালের দুঃস্বপ্নের রাত
এমিরেটস স্টেডিয়ামে এক ঐতিহাসিক রাত পার করল আর্সেনাল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে দিল ইংলিশ জায়ান্টরা। আর এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মিডফিল্ডার ডেকলান রাইস, যিনি সরাসরি ফ্রি কিক থেকে জোড়া গোল করে গড়েছেন নতুন ইতিহাস।
প্রথমার্ধে গোলশূন্য থাকলেও আর্সেনাল দ্বিতীয়ার্ধে যেন আগুন হয়ে নামে। ৫৮ মিনিটে ফ্রি কিক থেকে বাঁকানো দুর্দান্ত শটে গোল করে ম্যাচে দলকে এগিয়ে নেন রাইস। এরপর ৭০ মিনিটে আরেকটি ফ্রি কিকে চমৎকার গোল করে চ্যাম্পিয়নস লিগ নকআউটে এক ম্যাচে দুটি ফ্রি কিক গোলের প্রথম খেলোয়াড় হিসেবে নাম লেখান তিনি।
রাইসের গোলের মাঝে রিয়ালের রক্ষণভাগ দিশেহারা হয়ে পড়ে। ৭৫ মিনিটে লুইস-স্কেলির অ্যাসিস্ট থেকে মাইকেল মেরিনো তৃতীয় গোলটি করেন। রিয়ালের হয়ে কিছু সুযোগ পেলেও গোলরক্ষক থিবো কোর্তোয়া ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি। শেষ দিকে এদুয়ার্দো কামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন, যা রিয়ালের দুর্ভোগ আরও বাড়ায়।
এই জয়ের ফলে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বিশাল সুবিধা নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুর দ্বিতীয় লেগে যাবে আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল।
ডেকলান রাইসের এই পারফরম্যান্স শুধু ম্যাচ নয়, বদলে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসও। পাখির মতো উড়ে আর্সেনালকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।