নতুন উচ্চতায় ধোনি, নামের পাশে ১৫০

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:০৭ পিএম | ০৯ এপ্রিল, ২০২৫

চলতি আইপিএলে একের পর এক ম্যাচে হারের ধাক্কা খাচ্ছে চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৮ রানে হেরে টানা চার ম্যাচে হার দেখল মাহি ব্রিগেড। তবে দলের এই ব্যর্থতার মাঝেও আলো ছড়াচ্ছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৪৩ বছর বয়সেও উইকেটের পেছনে তাঁর ক্ষিপ্রতা, দৃষ্টান্ত স্থাপন করছে ক্রিকেট দুনিয়ায়। এই ম্যাচেই আইপিএলে রেকর্ড গড়েছেন তিনি।

পাঞ্জাব কিংসের ইনিংসে অশ্বিনের বলে নেহাল ওয়াধেরার ক্যাচ নিয়ে আইপিএলে ১৫০তম ক্যাচের মাইলফলক স্পর্শ করেন ধোনি। উইকেটরক্ষক হিসেবে আইপিএলে এমন কীর্তি গড়েছেন একমাত্র তিনিই। ধোনির পর আছেন দীনেশ কার্তিক, যার ক্যাচ সংখ্যা ১৩৭।

কেবল ক্যাচ নয়, স্টাম্পিংয়েও ধোনি যেন এক জীবন্ত বিদ্যুৎ। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে সূর্যকুমার যাদবকে স্টাম্প করতে সময় নেন মাত্র ০.১২ সেকেন্ড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিল সল্টকে তিনি স্টাম্প করেন ০.০৯ সেকেন্ডে—যা দেখে হতবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এই বয়সেও ধোনির ক্ষিপ্রতা তরুণদের জন্য অনুপ্রেরণা।

ব্যাট হাতেও চেষ্টা করেছেন দলকে টেনে তোলার। শেষ দিকে নেমে মাত্র ১২ বলে ২৭ রান করে চেন্নাইয়ের সবচেয়ে দ্রুত রান করা ব্যাটার ছিলেন তিনি। একটি চার ও তিনটি ছক্কায় সাজানো সেই ইনিংসেও রক্ষা হয়নি দলকে হারের হাত থেকে।

প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তোলে ২০ ওভারে ২১৯ রান। ওপেনার প্রিয়াংশ আর্য ৪২ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শশাঙ্ক সিং করেন ৫২ রান এবং মার্কো জানসেনের ব্যাট থেকে আসে ৩৪ রান। চেন্নাইয়ের জবাবে ডেভন কনওয়ে ৪৯ বলে ৬৯ রানের লড়াকু ইনিংস খেলেন, কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতায় থেমে যায় তাদের ইনিংস ২০১ রানে।

ফলে পাঁচ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে গেছে চেন্নাই সুপার কিংস। তবে হারের পরও ধোনির মতো কিংবদন্তির পারফরম্যান্স যেন দলের হতাশার মধ্যে কিছুটা হলেও সান্ত্বনার বার্তা নিয়ে এসেছে সমর্থকদের জন্য।

খেলার দুনিয়া | ফলো করুন :