গেটমানি ও প্রচার স্বত্বের প্রাপ্য অর্থ চেয়ে বিসিবিকে চিঠি এনএসসির

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:১৬ পিএম | ০৯ এপ্রিল, ২০২৫

অভিযোগ আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকিট ও প্রচার স্বত্বের সঠিক হিসাব জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) কখনো দেয় না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা ও আইন অনুযায়ী খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট ফেডারেশনগুলো খেলা আয়োজন থেকে যে গেটমানি বা টিকিট মূল্য আয় করে তার ১৫% এবং খেলাধুলার বিপণন ও প্রচার স্বত্বের আয় থেকে ১০ শতাংশ জাতীয় ক্রীড়া পরিষদ পাবে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হতে প্রাপ্ত অর্থের পরিমাণকে কখনোই যথেষ্ট মনে করেনি ক্রীড়া পরিষদ। তাই আজ বুধবার এই দুই খাত থেকে প্রাপ্য অর্থ চেয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে চিঠি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম।

২০০৭-২০২২ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদকে গেটমানি বাবদ ২ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ৩৪৭ টাকা প্রদান করেছে। আর ২০১৯-২২ অর্থ বছরে বিসিবি গেটমানি বাবদ দিয়েছে ৫৩ লাখ ৪৫ হাজার টাকা। জাতীয় ক্রীড়া পরিষদ প্রাপ্ত এই অর্থকে প্রকৃত প্রাপ্যের তুলনায় অনেক কম এবং বাস্তবসম্মত মনে করে না।

বিসিবি সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১০ কোটি টাকার বেশি টিকিট বিক্রি করেছে। আর প্রচার স্বত্ব থেকেও অনেক টাকা আয় করে বিসিবি। তাই এবার এসকল অর্থের সঠিক হিসাব এবং প্রাপ্য হিস্যা চেয়ে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় ক্রীড়া পরিষদের আয়ের প্রধান উৎস বিসিবির এই দুই খাত। বিসিবি নিয়মিত এই খাতে অর্থ পরিশোধ না করায় জাতীয় ক্রীড়া পরিশোধ অডিট আপত্তির মুখে পড়ে।

খেলার দুনিয়া | ফলো করুন :