ডিপিএলে পারিশ্রমিক জটিলতায় অনুশীলন বর্জনের গুঞ্জন

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:২৩ পিএম | ০৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া লিগ এবং বিতর্ক যেন এক সুতোয় গাঁথা। দেশে ঘরোয়া লিগ আয়োজিত হবে আর বিতর্ক হবেনা এটা যেন ভাবাই যায় না। আম্পায়ার ইস্যু নিয়ে সমালোচনা ছিল অনেক আগে থেকেই। সে সমস্যার কিছুটা সমাধান হলেও সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া লিগগুলোতে পারিশ্রমিক ইস্যু নিয়ে সমালোচনা বেড়েই চলেছে।

কিছুদিন আগে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক জটিলতা শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিপিএল থেকে এবার সে বিতর্ক জায়গা করে নিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগেও ( ডিপিএল)। টাকা না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। আজ বুধবার দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর চিঠি দিয়েছেন ক্লাবটির ক্রিকেটাররা।

এর আগে আজ সকালে পারটেক্সের অনুশীলন বর্জনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও দলটির ৩-৪ জন ক্রিকেটারকে একাডেমি মাঠ অনুশীলন করতে দেখা গেছে। তবে দলের বাকিরা পারিশ্রমিকের আশ্বাসের আশায় জিমে বসে ছিলেন। তারা জানান, তাদের এবার কম পারিশ্রমিকে দলে নেওয়া হয়েছে। তবে সেগুলোও এখনো পরিশোধ করা হয়নি। একরকম বাধ্য হয়ে তারা এখন আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। সমস্যার সমাধান না হলে ম্যাচ বর্জনের কথাও ভাবেছেন দলটির ক্রিকেটাররা।

এ বিষয়ে জানতে চাইলে পারটেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, খেলোয়াড়েরা ৬০ শতাংশ পারিশ্রমিক পেয়েছে। বাকিটাও দিয়ে দেওয়া হবে।
ডিপেএলের এবারের আসরে ভালো করতে পারেনি পারটেক্স। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুই ম্যাচে।

 

খেলার দুনিয়া | ফলো করুন :