৫ রানে জয় গুলশানের, টানা নয় হার শাইনপুকুরের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:২১ পিএম | ০৯ এপ্রিল, ২০২৫

১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৪ রানেই নবম উইকেট হারায় শাইনপুকুর স্পোর্টিং ক্লাব। তবে এরপর দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন শরিফুল ইসলাম। শেষ উইকেট জুটিতে এসেছিল ২৯ রান। তবে তা যথেষ্ট ছিল না। শরিফুল অপরাজিত থাকলেও অপর প্রান্তে থাকা শাহীন আলম বিলিয়ে দিয়েছেন উইকেট। আর তাতেই ৫ রানের হার দেখতে হলো শাইনপুকুরকে।

ঢাকা প্রিমিয়ার লিগের ( ডিপিএল) দশম রাউন্ডের দ্বিতীয় দিনে আজ বুধবার শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ১৭৮ রানেই অলআউট হয় গুলশান ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ১৭৩ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর। আর তাতেই আসরের টানা ৯ হারে টেবিলের তলানিতে আছে দলটি।

১৭৯ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় আট রানেই প্রথম উইকেট হারায় শাইনপুকুর। এরপর মইনুল ইসলাম তন্ময় ও নিয়ন জামান গড়েন ৪০ রানের জুটি। তবে স্কোরবোর্ডে যখন ৪৮ রান , তখন কোনো রান যোগ করতে না পেরেই টানা ৩ উইকেট হারায় তারা। আর তাতেই পিছিয়ে যায় ম্যাচ থেকে। শাহরিয়ার শাকিব করেছেন দলীয় সর্বোচ্চ ৪০ রান। আর তাতেই ১৭৩ রানে থামে শাইনপুকুর। এর আগে ব্যাটিংয়ে নেমে জাওয়াদ আবরারের ৩৭ ও সাকিব শাহরিয়ারের ৩৮ রানে ভর করে ১৭৮ রান তোলে গুলশান।

এই ম্যাচে ৫ রানের জয়ে সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে গুলশানের। ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে উঠে গেছে তারা। । আর সমান ম্যাচে মাত্র এক জয়ে সবার শেষে শাইনপুকুর।

সংক্ষিপ্ত স্কোর
গুলশান ক্রিকেট ক্লাব: ১৭৮/১০ ( সাকিব ৩৮, জাওয়াদ ৩৭
শাইনপুকুর স্পোর্টিং ক্লাব: ১৭৩/১০ ( শাকিব ৪০)
ফল: ৫ রানে জয়ী গুলশান

 

খেলার দুনিয়া | ফলো করুন :