মুশফিকের ৭৫ রানের কাছে হার অমিতের সেঞ্চুরির!
দলের বাকিরা যখন আসা-যাওয়ার মিছিলে, তখন ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন অমিত হাসান। দলের বাকিরা মিলে যেখানে করেছেন ১০৮ রান, সেখানে অমিতের একার ব্যাট থেকেই এসেছে ১০৫। তবে দলকে জেতাতে পারেননি এ ব্যাটার। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭৪ রানে হেরেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দশম রাউন্ডের প্রথম দিনে বিকেএসপিতে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৮৭ রান করে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২১৩ রানেই অলআউট হয় অগ্রণী। আর তাতেই আসরের টানা চার জয় তুলে নিয়েছে তাওহিদ হৃদয়ের দল।
২৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অগ্রণী। ১৮ রানেই হারায় তিন উইকেট। এরপর ৬৪ রানের জুটি গড়েন মার্শাল আইয়ুব ও অমিত। ব্যক্তিগত ৩৭ রানে মার্শালের বিদায়ের পর আর কেউ সঙ্গ দিতে পারেননি অমিতকে। ১১৫ বলে এই ব্যাটার তুলে নেন সেঞ্চুরি। এরপর আর কেউ বড় রানের দেখা পাননি। আর তাতেই ২১৩ রানে থামে মার্শাল আইয়ুবের দল।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রনি তালুকদারের ৪৬ , মাহিদুল ইসলাম অঙ্কনের ৬৪ ও অধিনায়ক হৃদয়ের ৪২ রানে বড় রানের ভিত পায় মোহামেডান। ব্যাট হাতে এদিন রানে ফিরেছেন মুশফিকুর রহিম। খেলেছেন ৫৭ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস। আর তাতেই ২৮৭ রান করে মোহামেডান।
এই জয়ে ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে হৃদয়ের দল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে আছে অগ্রণী।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২৮৭/৭ ( মুশফিক ৭৫, অঙ্কন ৬৪)
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ২১৩/১০ ( অমিত ১০৫)
ফল: ৭৪ রানে জয়ী মোহামেডান