৪৭ বছর পর শিরোপার দুয়ারে ইতালি

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৩৭ এএম | ২৬ নভেম্বর, ২০২৩

‘টেনিসের বিশ্বকাপ’ ডেভিস কাপ শিরোপাটা ইতালিতে গিয়েছিল ১৯৭৬ সালে। এরপর থেকে আর কখনোই শিরোপাটা জিততে পারেনি ইতালিয়ানরা। ৪৭ বছর পর সে সুযোগটা আবারও এসেছে তাদের সামনে। ডেভিস কাপের সেমিফাইনালে তারা হারিয়েছে সার্বিয়াকে, ২-১ ব্যবধানের এই জয়ের পথে তাদের দুবার হারাতে হয়েছে সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচকে। 

অথচ সার্বিয়া শুরুটা মন্দ করেনি একেবারেই। শুরুর ম্যাচে মিওমির কেচমানোভিচ ইতালির লরেঞ্জো মুসেত্তিকে হারান ৬-৭ (৭/৯), ২-৬, ৭-৫ গেমে। এরপর জকোভিচ এলেন যখন কোর্টে, তখন মনে হচ্ছিল সার্বদের ফাইনালে যাওয়াটা বুঝি সময়ের ব্যাপার!

কিন্তু পুরো পরিস্থতিটা বদলে দেন ইয়ানিক সিনার। ৬-২, ২-৬, ৭-৫ গেমে তিনি জকোভিচকে হারিয়ে বসলে খেলাটা গড়ায় তৃতীয় ম্যাচে। এবার আর সার্বিয়ানরা পাত্তাই পায়নি ইতালির কাছে। সঙ্গী বদলে ইয়ানিক সিনার নামেন লরেঞ্জো সনেগোকে সঙ্গে নিয়ে। তাকে নিয়ে ৬-৩, ৬-৪ গেমে জকোভিচদের হারিয়ে ইতালি চলে যায় ফাইনালে।

৪৭ বছরের ডেভিস কাপ শিরোপাখরা কাটাতে দলটিকে খেলতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, দ্বিতীয় সর্বোচ্চ ২৮টি শিরোপা আছে যাদের ঘরে। আজ রবিবার রাতে হবে ম্যাচটি।

খেলার দুনিয়া | ফলো করুন :