পারটেক্স ক্রিকেটারদের ‘সন্দেহজনক’ আচরণ দিচ্ছে ফিক্সিংয়ের আভাস!

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৪১ পিএম | ০৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া লিগ এবং বিতর্ক যেন এক সুতোয় গাঁথা। দেশে ঘরোয়া লিগ আয়োজিত হবে আর বিতর্ক হবেনা এটা যেন ভাবাই যায় না। আম্পায়ার ইস্যু থেকে শুরু করে ক্রিকেটারদের পারিশ্রমিক বিড়ম্বনা যেন নিত্যদিনের রীতিতে পরিণত হয়েছে। তবে এবার আরও বড় ইস্যু নিয়ে সন্দেহের তীর উঠেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব ক্রিকেটারদের দিকে।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমটা ভালো যাচ্ছেনা পারটেক্সের। ৯ ম্যাচে পেয়েছে মাত্র ২ জয়। পয়েন্ট টেবিলেও আছে ১১ নম্বরে। এরই মাঝে দলের ক্রিকেটারদের নিয়ে বোমা ফাটিয়েছেন দলটির কোচ আনোয়ারুল মোস্তাকিম। তিনি দাবি করেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু ক্রিকেটার এমন নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। ক্রিকেটারদের এমন সন্দেহজনক আচরণ নিয়ে অনেকেই তার কাছে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

আনোয়ারুল মোস্তাকিম বলেন , ‘আমাদের অফিশিয়ালরা ইনস্ট্রাকশন দিয়েছে একরকম। ক্রিকেটাররা খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা ইনস্ট্রাকশন দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’

ক্রিকেটাররা কি ধরণের নেগেটিভ ক্রিকেট খেলছে জানতে চাইলে তিনি বলেন, ‘নেগেটিভ বলতে যেমন ধরেন ৫০ বল খেলে ১৮ রান। ওই ধরেন কেউ ৪০ বল খেলে ৫ রান। আমার অফিশিয়াল তো এটা গ্রহণ করেনি।’

নিজের দলের ক্রিকেটারদের নিয়ে তাহলে সন্দেহ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা শুধু (সন্দেহ) আমরা না। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, এটা সন্দেহজনক, তোমাদের দলের খেলোয়াড়েরা এমন করছে কেন! এ রকম তো খেলার কথা না। যেখানে ২২০ রান তাড়া করছি, ২০ ওভারে ৩৭ রান। এটা তো সন্দেহজনক খেলা।’

এর আগে আজ দুপুরে পারিশ্রমিক না পাওয়ায় পারটেক্সের ক্রিকেটাররা বিসিবিতে গিয়েছিলেন অভিযোগ জানাতে। এছাড়া এবারের মৌসুমে দলটির হয়ে কিছু ম্যাচে অধিনায়কত্ব করা সাব্বির রহমান আর মাঠেই নামতে চাইছেন না।

 

খেলার দুনিয়া | ফলো করুন :