চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের লাভ একশ কোটির বেশি!
মাঠ কিংবা মাঠের বাইরে, পাকিস্তান ক্রিকেটের দুর্দশা চলছেই। দলের খেলোয়াড়দের নিয়ে হচ্ছে সমালোচনা। ঘরের মাঠে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সবার আগে। দলকে নিয়ে যে প্রত্যাশা ছিল তার কিছুই পূরণ হয়নি। আগেই বাদ পড়ে যাওয়ায় ঐ টুর্নামেন্ট থেকে পাকিস্তানের লাভ হওয়ার সুযোগ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। তবে দলের ব্যর্থতার সময়েও ঠিকই লাভ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর পাকিস্তান দলকে সাজানো হয়েছিল নতুন ভাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে পাত্তাই পায়নি পাকিস্তান। যার ফলে আবারও কাঠগড়ায় দাঁড়িয়েছে তাদের ক্রিকেট। ক্রিকেট দলের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে কয়েক দিন আগে আলোচনা হয় পাকিস্তানের সংসদে। যেখানে পিসিবির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের পারফরম্যান্স এবং আয়োজনের সফলতা প্রসঙ্গে জানতে চাওয়া হয়।
উত্তরে পিসিবি জানিয়েছে, প্রাথমিক হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে সেখান থেকে তাদের ৩০০ কোটি পাকিস্তানি রূপি লাভ হয়েছে। যা বাংলাদেশি টাকায় ১২৯ কোটি ৮৭ লক্ষ ৮৪ হাজার টাকা। যদিও তারা জানিয়েছে এটা চূড়ান্ত হিসাব নয়। চূড়ান্ত হিসাব জানা যাবে আইসিসির বার্ষিক হিসাব পরীক্ষার পর।
দলের ব্যর্থতা নিয়ে এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘গুরুত্বপূর্ণ সময় আমাদের প্রধান খেলোয়াড়দের কয়েক জনের চোট ছিল। তার প্রভাব পড়েছে দলের ভারসাম্য রক্ষা এবং পরিকল্পনা তৈরির ক্ষেত্রে। ক্রিকেটারদের চোট-আঘাতের পরিমাণ কমানো এবং চোট পাওয়া ক্রিকেটারদের দ্রুত সুস্থ করে তুলতে পরিকল্পনা করা হচ্ছে।’