আইপিএলে শাস্তি পেলেন ম্যাক্সওয়েল
আইপিএলের এবারের আসরের শুরুটা ভালোই করেছে পাঞ্জাব কিংস। চার ম্যাচে পেয়েছে তিন জয়। আছে পয়েন্ট টেবিলের চারে। তবে পাঞ্জাবের শুরুটা ভালো হলেও এবারের আসরে ব্যাটে রান নেই গ্লেন ম্যাক্সওয়েলের। ব্যাট হাতে বাজে সময় পার করছেন এই অজি ব্যাটার।
গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের দিনেও ম্যাক্সওয়েল করেছেন মাত্র ১ রান। ব্যাটিংয়ে এমন বাজে সময়ের মাঝেই দুঃসংবাদ পেলেন তিনি। আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাবে। দেওয়া হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে , নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন ম্যাক্সওয়েল। তিনি আচরণবিধি ২.২ ধারার লেভেল–১ অপরাধ করেছেন। যদিও আইপিএল কর্তৃপক্ষ নির্দিষ্ট করে জানায়নি ঠিক কি কারণে ম্যাক্সওয়েলকে শাস্তি দেওয়া হয়েছে।
আইপিএলের নিয়মের ২.২ ধারায় উল্লেখ আছে, কোনো ক্রিকেটার যদি স্টাম্পে আঘাত করা বা লাথি মারা এবং এমন যেকোনো কাজ যা ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া বা অবহেলাবশত (এমনকি যদি তা দুর্ঘটনাবশতও হয়) বিজ্ঞাপন বোর্ড, বাউন্ডারি ফেন্স, ড্রেসিংরুমের দরজা, আয়না, জানালা ও অন্যান্য ফিক্সচার ও ফিটিংসে ক্ষতি করে তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে।
বিবৃতিতে জানানো হয়েছে, ম্যাক্সওয়েল অভিযোগ মেনে নিয়েছেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। আইপিএলের আচরণবিধির লেভেল–১-এর অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।