ডিপিএলে ফিক্সিং বিতর্কের বিষয়ে কাজ করছে অ্যাকু
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গতকাল বুধবারের গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে ম্যাচ পাতানো বা ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। শাইনপুকুর ব্যাটার মিনহাজ আবেদীনের আউট হওয়ার ধরণ দেখে প্রাথমিকভাবে বিসিবিতে ফিক্সিংয়ের অভিযোগ দিয়েছে সিসিডিএম। সে বিষয়ে বিসিবির অ্যান্টি করাপশন কমিটি (অ্যাকু) কাজ করছেও বলে জানিয়েছে তারা।
ডিপিএলে গতকাল ম্যাচের শেষ মুহূর্তে ঘটনা। শাইনপুকর ব্যাটার মিনহাজুল আবেদীনের উইকেটে পৌঁছানোর জন্য যথেষ্ট সময় থাকার পরেও আউট হয়ে যান। অফস্পিনার নাঈম ইসলামের বিপক্ষে মিনহাজুল এগিয়ে গিয়েছিলেন, কিন্তু উইকেটকিপার আলিফ হাসান প্রথম চেষ্টায় স্টাম্প ভাঙতে ব্যর্থ হলেও মিনহাজুল ক্রিজে ঢোকার বিশেষ কোনো চেষ্টা করেননি। বরং তিনি তার ব্যাটটা পেছনে টেনে নেন, যার ফলে তিনি ক্রিজের বাইরে থাকেন এবং আউট হয়ে যান। আর এ আউটের পর থেকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে মুখর হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে।
এই আউটের সময়টাই ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। শাইনপুকুর টুর্নামেন্টে টিকে থাকার জন্য লড়াই করছিল মাত্র ৯ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে। এই ম্যাচে গুলশানকে হারাতে তাদের দরকার ছিল মাত্র ৭ ওভারে ৬ রান। এটা ছিল তাদের জন্য একটি ভাল সুযোগ ছিল কিন্তু মিনহাজুলের আউটের ফলে তাদের ইনিংস ১৭৩ রানে শেষ হয়ে যায় এবং তারা ৫ রানে ম্যাচটি হেরে যায়।
এ ঘটনার পর ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছে,‘এই ঘটনার ব্যাপারে বিসিবির দুর্নীতিবিরোধী শাখাকে অবহিত করা হয়েছে, এবং এখন তারা আম্পায়ারদের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। এদিকে সিসিডিএমের লিগ কো-অর্ডিনেটর সাব্বির আহমেদ জানান,‘আমরা ফুটেজ দেখেছি। সিসিডিএম বিষয়টি নিয়ে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের (অ্যাকু) সঙ্গে যোগাযোগ করেছে, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, সেটা জানতে। আমাদের জানানো হয়েছে যে, অ্যাকু এটা নিয়ে কাজ করছে।’