লেভানডফস্কির জোড়া গোলে সেমিতে এক পা বার্সার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:৩৭ এএম | ১০ এপ্রিল, ২০২৫

ক্লাবে নেই একসময়ের পোস্টারবয় লিওনেল মেসি কিংবা নেইমার জুনিয়র। তবুও আবারো চিরচেনা ফর্মে ফিরেছে বার্সা। চলতি মৌসুমের যেখানে ২৩ ম্যাচের প্রতিটিতে জয় অব্যাহত রেখে অপ্রতিরোধ্য ক্লাবের তকমাটা গায়ে জড়িয়েছে ক্লাবটি। সেখানে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ বৃহস্পতিবার রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারের স্বাদ পাইয়ে দিয়েছে বার্সেলোনা।

চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টারে ফাইনালে আজ বৃহস্পতিবার ঘরের মাঠে প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নেমেছিল কাতালানরা। ম্যাচের প্রথম ১০ মিনিটের মাঝেই ডর্টমুন্ডের গোলরক্ষক কোবেল দুইবার বার্সেলোনার আক্রমণ ফিরিয়ে দেন। প্রথমে ইয়ামাল আর পরে লেভানডফস্কিকে হতাশ করেন সুইস এই গোলরক্ষক। শুরুর এই চাপটাই বার্সেলোনা ধরে রেখেছিল অনেকটা সময় পর্যন্ত আর সেটার ফল আসে ২৫ মিনিটে। ফ্রি কিকে ইনিগো মার্তিনেসের হেডে বল পেয়ে যান পাউ কুবার্সি। তবে সেটা জালে ভেড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তাতে চলতি মৌসুমে বার্সার জার্সিতে ১২তম গোলের দেখা পান তিনি।

প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বিরতি থেকে ফিরে তিন মিনিটের মাথায় নিজেদের দ্বিতীয় গোল আদায় করে নেয় বার্সা। ইয়ামালের ক্রস খুঁজে নেয় রাফিনিয়াকে। তার হেড লক্ষ্যে না থেকে চলে যায় লেভানডফস্কির কাছে। পোলিশ স্ট্রাইকার সহজেই বল জড়ান জালে। ৬৬ মিনিটে ফের গোল করেন তিনি। আর বার্সার হয়ে ব্যবধান বাড়ান দলের তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। তাতে ৪-০ গোলের ব্যবধানে প্রথম লেগ জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে দলটি।

দ্বিতীয় লেগে ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগন্যাল ইদুনায় আগামী ১৫ এপ্রিল মুখোমুখি হবে দুই দল।

খেলার দুনিয়া | ফলো করুন :