বিপিএলের পর এবার ডিপিএলেও পারিশ্রমিক পাচ্ছেন না খেলোয়াড়রা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:৩৮ পিএম | ১০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) চলতি আসরে খেলোয়াড়দের যথাসময়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে কম জলঘোলা হয়নি। অবস্থার উত্তরণে ব্যবস্থা নিবে বললেও উল্লেখযোগ্য কিছু করতে পারেনি বিসিবি। এবার সেই একই চিত্র দেখা গেল চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও। যথাসময়ে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা।

দেশের ক্রিকেটের ঘরোয়া আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের ক্রিকেটকে। সেই বিপিএল থেকে শুরু, যে কারণে বিশ্ব ক্রিকেটার সংস্থাও উদ্বেগ প্রকাশ করেছিল। এবার সেটা চলে আসল দেশের প্রথম সারির ক্রিকেট লিগ ডিপিএলেও। আজ বৃহস্পতিবার পারটেক্স স্পোর্টিং-এর খেলোয়াড়রা বেতন না পাওয়ার কারণে তাদের অনুশীলন বয়কট করেছেন এবং আসন্ন ম্যাচগুলো না খেলানোর হুমকি দিয়েছেন।

লিগের শেষ রাউন্ডের ম্যাচ চললেও ক্রিকেটারদের অভিযোগ, কিছু খেলোয়াড় ছাড়া বাকিদের মধ্যে অধিকাংশই তাদের প্রাপ্য পারিশ্রমিকের মাত্র ১০ থেকে ২০ শতাংশ তারা বুঝে পেয়েছেন। জানা গেছে শুরুর দিকে ১৭ জন খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইওর কাছে একটি চিঠি জমা দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি অনুপস্থিত থাকায় পরে তারা সেই চিঠিটি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীনের কাছে জমা দেন।

খেলোয়াড়দের বেতন সংক্রান্ত বিষয়ে সিসিডিএমের লিগ কো-অর্ডিনেটর সাব্বির আহমেদ জানান,যদি পারটেক্সের কাছে প্রমাণ থাকে, তাহলে খেলোয়াড়দের শাস্তি হতে পারে। তবে পারটেক্সের যথাযথ কাগজপত্র থাকতে হবে। আমরা পারটেক্সকে জিজ্ঞাসা করেছি, তারা কিছু ডকুমেন্ট পাঠিয়েছে এবং বলেছে যে ৬০ শতাংশ পরিশোধ করা হয়েছে, আর লিগ শেষ হওয়ার পর তাদের দেড় মাস সময় থাকবে বাকি পরিশোধ করার জন্য।

এদিকে পারটেক্সের ম্যানেজার সাজ্জাদ হোসাইন জানান,‘খেলোয়াড়দের দলবদলের সময় এবং ঈদের আগে ৫০ শতাংশ পরিশোধ করা হয়েছিল। আর কয়েকজন খেলোয়াড় ৫৫ শতাংশ পর্যন্ত পেমেন্ট পেয়েছেন।’

 

 

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :