ফের ক্রিকেট ফিরছে অলিম্পিকে
১৯০০ সালের ঘটনা। আজ থেকে প্রায় ১২৫ বছর আগে প্রথম ও শেষ বারের মত অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। এরপর ক্রিকেট পৃথিবীব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেলেও অলিম্পিকে ক্রিকেট খেলাকে দেখা যায়নি। তবে এবার এক শতাব্দীরও বেশি সময় পর আবারও অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিরবে ক্রিকেট।
আজ বুধবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ডের মিটিংয়ে জানানো হয় লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ইভেন্টে ছয়টি করে পুরুষ ও নারী দল অংশগ্রহণ করবে। যেখানে প্রতিটি বিভাগের জন্য ৯০ জন করে অ্যাথলেট অংশগ্রহণ করবে। যার ফলে প্রতিটি দল সর্বোচ্চ ১৫ জন ক্রিকেটার নিয়ে দল গঠন করতে পারবে।
ছয় দলের অংশগ্রহণ নিশ্চিত করলেও কোন দলগুলো খেলবে তা নিশ্চিত করেনি অলিম্পিক কমিটি। ম্যাচের ভেন্যুও নির্ধারিত করা হয়নি। প্রতিযোগিতার ফরম্যাট হিসেবে বেছে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিকে।
১৯০০ সালে অলিম্পিকে ক্রিকেটে অংশ নিয়েছিল মাত্র দুই দল- ইংল্যান্ড এবং ফ্রান্স। ফ্রান্সকে হারিয়ে স্বর্ণ জিতেছিল ইংলিশরা।
২০২৮ সালে ১৪ জুলাই পর্দা উঠবে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের। মোট ৩৬ টি ইভেন্টে ৩৫১ টি পদকের জন্য লড়াই করবেন ১১,১৯৮ জন অ্যাথলেট।