কিংসকে ভয় পাচ্ছে না মাজিয়া
এএফসি কাপের শুরুটা বসুন্ধরা করেছিল একেবারে যাচ্ছেতাই অবস্থা দিয়ে। মাজিয়া এফসির বিপক্ষে হেরেছিল ৩-০ গোলে। সেই মাজিয়ার সামনে আবারও কোচ অস্কার ব্রুজনের দল।
টুর্নামেন্টের প্রথম ম্যাচটা যখন হেরেছিল বসুন্ধরা, এরপরই অবশ্য কোচ জানিয়েছিলেন প্রস্তুতির অভাবেই এসেছে এই হার। ঠিকঠাক পরিস্থিতি পেলে বসুন্ধরা কী করতে পারে, তার একটা নমুনাই দেখা গেছে পরের তিন ম্যাচে।
উড়িষ্যার বিপক্ষে পিছিয়ে পড়েও জয়, মোহনবাগানের বিপক্ষে পিছিয়ে পড়েও ড্র, এরপর ভারতীয় এই দলের বিপক্ষেই ঘরের মাঠে পাওয়া জয়। সব মিলিয়ে শুরুর ওই ম্যাচ থেকে এখনের পরিস্থিতিটা বদলে গেছে বেশ।
এমন পরিস্থিতিতে বসুন্ধরাই এগিয়ে থাকবে, বিশ্বাস মাজিয়ার বসনিয়ান কোচ মিলোমির শেসলিয়ার। তবে তাতে ভড়কে গেলে তো হবে না! মালদ্বীপের দলটা তা যাচ্ছেও না। কোচ বলেন, ‘‘ঘরের মাঠে অবশ্যই বসুন্ধরা এগিয়ে থাকবে। এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমরা ভয় পাচ্ছি না। আমরা নিজেদের প্রস্তুত করছি এবং একে অপরকে সাহস জোগাচ্ছি।’
ম্যাচটা জেতার ছকও কষছে মাজিয়া। শেসলিয়ার কথা, ‘কীভাবে এখান থেকে জিতে ফিরতে পারি সেটা নিয়ে কাজ করছি। এই গ্রুপের অন্যতম শক্তিশালী দল বসুন্ধরা কিংস। তারা অনেক উন্নতি করছে কিন্তু ফুটবলে ফেবারিট বলতে কিছু নেই। সব দলেরই জেতার সুযোগ থাকে। আশা করছি ভালো একটি ম্যাচ হতে যাচ্ছে।’
বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল সন্ধ্যা ৬টায় হবে ম্যাচটি। মোহনবাগানের সমান ৭ পয়েন্ট পেলেও হেড টু হেডে এগিয়ে বসুন্ধরা আছে গ্রুপের শীর্ষে।