‘দেশের হয়ে খেলতে চেয়েছিলাম তাই আইপিএল ছেড়ে দিয়েছি’
ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করলেন ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব পাওয়া হ্যারি ব্রুক। নিজ দেশের হয়ে খেলায় যেন কোনো প্রভাব না পড়ে সে জন্য অর্থের ঝনঝনানি উপেক্ষা করে আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ব্রিটিশদের সদ্য নেতৃত্ব পাওয়া হ্যারি। অধিনায়কত্ব লাভের পর এ বিষয়ে মুখ খুললেন তিনি।
আইপিএলের নিলাম থেকে ৯ কেটি ২৫ লাখ টাকায় হ্যারিকে দলে ভেড়ায় দিল্লী ক্যাপিটালস। তবে দল পেয়েও নাম প্রত্যাহার করে নেন তিনি। তখনো অব্দি কেউ জানতো না কেনো নাম প্রত্যাহার করেছেন তিনি। নাম প্রত্যাহার করে নেওয়ার কারণে আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধও হন হ্যারি। তবে শেষপর্যন্ত নাম প্রত্যাহার করে নেওয়ার কারণ জানালেন তিনি।
এ বিষয়ে লিডসে গতকাল বুধবার সাংবাদিকদের তিনি জানান আইপিএলের সেই পুরোনো কাহিনি। ২৬ বছর বয়সী ইংল্যান্ডের এই ক্রিকেটার বলেন, ‘অবশ্যই এটা তেমন কিছু নয়। ইংল্যান্ডের হয়েই শুধু খেলতে চাই। যেভাবে গত কয়েক বছর দেশের প্রতিনিধিত্ব করেছি, সেটা এখনো করতে চাই। ইংল্যান্ডই আমার কাছে প্রথম অগ্রাধিকার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অল্প সময়ের জন্য পিছিয়ে রাখছি। দিন শেষে অন্য যেকোনো কিছুর চেয়ে ইংল্যান্ডের হয়ে খেলতে বেশি উপভোগ করি। জাতীয় দলের স্বার্থে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে কিছু টাকা হারানো লাগলেও সেটা মেনে নেব।’
আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেও এখনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছেড়ে দিচ্ছেন না বলেও জানালেন তিনি। হ্যারির মতে,‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একেবারেই ছাড়িনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির দিকে তাকালে দেখা যাবে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আমার কাছে তেমন একটা সময় নেই। সময় বের করার সুযোগও পাচ্ছি না।’