জ্যোতির দ্রুততম সেঞ্চুরি, ফাহিমার ৫ উইকেটে রেকর্ড গড়া জয় বাংলাদেশের
বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা স্বপ্নের মতো করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ইনিংসে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ২৭১ রান করার পর থাইল্যান্ডকে মাত্র ৯৩ রানে অলআউট করেছে নিগার সুলতানা জ্যোতির দল। আর তাতেই ১৭৮ রানের ব্যবধানে জয় পেয়েছে টাইগ্রেসরা।
এর আগে ওয়ানডেতে জ্যোতিদের সবচেয়ে বড় জয় আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৫৪ রানে ব্যবধানে জিতেছিল সে ম্যাচ। দলীয় সর্বোচ্চ ২৫২ রানের রেকর্ডটা হয়েছিল সেই ম্যাচেই। এবার থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে ১৭৮ রানে। যা তাদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
এ ম্যাচ কেবল দলীয় রেকর্ডই ভাঙেনি। এদিন ব্যক্তিগত অর্জনেও বাংলাদেশের সকলকে ছাড়িয়ে গেছেন অধিনায়ক জ্যোতি। মাত্র ৭৮ বলে করেছেন সেঞ্চুরি। যা ওয়ানডেতে বাংলাদেশের নারী ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ টসে হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৭১ রান করেছে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ফাহিম খাতুনের বোলিং তোপে মাত্র ৯৩ রানেই থেকে যায় থাইল্যান্ডের মেয়েরা।
২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম উইকেটে ভালোই শুরু করেছিল থাই মেয়েরা। গড়েছিল ৩৮ রানের জুটি। এরপরই ভেঙ্গে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ৮ জন ব্যাটারই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। ফাহিমা ৮.৫ ওভার বল করে ২১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের চতুর্থ বলে বাংলাদেশের ওপেনার ইশমা তানজিমকে (৫) ফিরিয়েছেন থাইল্যান্ডের পেসার ফান্নিতা মায়া। তাদের জুটি ভাঙলে মাঠে নামেন শারমিন আক্তার সুপ্তা। আরেক ওপেনার ফারজানা হক পিংকিকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়তে অবদান রাখেন সুপ্তা। যেখানে ধীরস্থিরভাবে খেলে ফারজানা ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নিয়েছেন।
২৭ ওভারে আউট হওয়ার আগে ৮২ বলে ৫৩ রান করেন ফারজানা। অপর প্রান্তে শারমিনকে সঙ্গ দিতে মাঠে নামেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ক্যারিয়ারের আগে সেঞ্চুরির দেখা না পাও্য়া জ্যোতি মাঠে নেমে থাইল্যান্ডের খেলোয়াড়দের ভালোমতো বুঝেশুনে খেলতে থাকেন। তাতে ১৫ চার ও এক ছক্কার ইনিংসে ৭৮ বলে সেঞ্চুরির দিনে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়েছেন টাইগ্রেস অধিনায়ক। আর ১২৬ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন শারমিন। তাতে নির্ধারিত ৫০ ওভারে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ।